শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Hero HF Deluxe Pro: আধুনিক ফিচারে সাশ্রয়ী কমিউটার বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

hero hf deluxe pro

জনপ্রিয় কমিউটার বাইক এইচএফ ডিলাক্স সিরিজে নতুন মডেল আনল হিরো মটোকর্প (Hero MotoCorp)। নতুন এই মডেলের নাম Hero HF Deluxe Pro। স্টাইল ও ফিচারের দিক থেকে এটি আগের তুলনায় অনেকটাই উন্নত। ভারতের রাজধানী দিল্লিতে বাইকটির এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৭৩,৫৫০ রুপি।

বহু বছর ধরেই HF Deluxe ভারতীয় গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য বাইক হিসেবে পরিচিত। এবার Pro ভ্যারিয়েন্ট যোগ হওয়ায় হিরো এন্ট্রি-লেভেল বাইকের বাজারে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।


বিজ্ঞাপন


নতুন ডিজাইন ও ডিসপ্লেতে আধুনিক ছোঁয়া

hf

এই মডেলে বেশ কিছু উল্লেখযোগ্য আপডেট এসেছে:

নতুন গ্রাফিক্স ও ক্রোম অ্যাকসেন্ট ডিজাইনে যুক্ত হওয়ায় বাইকটির চেহারা আগের তুলনায় আরও আকর্ষণীয়


বিজ্ঞাপন


প্রথমবারের মতো এই সেগমেন্টে এলইডি হেডল্যাম্প যুক্ত করেছে হিরো, সঙ্গে ক্রাউন-স্টাইল পজিশন লাইট

ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত হয়েছে, যেখানে রাইডিং সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি লো ফুয়েল সতর্কবার্তা দেখাবে

এছাড়াও বাইকটির সামনের ও পিছনের চাকা ১৮ ইঞ্চি, এবং এতে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। পেছনে ১৩০ মিমি ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, যা প্রতিদিনের ব্যবহারে কার্যকর নিরাপত্তা দেয়।

প্রো ভ্যারিয়েন্টে রয়েছে ২-ধাপের অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, যা ভিন্নধরনের রাস্তায় সান্ত্বনাজনক রাইডিং নিশ্চিত করে।

pro

ইঞ্জিন ও প্রযুক্তি: জ্বালানি সাশ্রয়ে বিশেষ নজর

বাইকটিতে আগের মতোই রয়েছে:

৯৭.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, যা

৮,০০০ আরপিএম-এ ৭.৯ বিএইচপি শক্তি

৬,০০০ আরপিএম-এ ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করে

বিশেষ সংযোজন:

i3S (Idle Stop-Start System) প্রযুক্তি: ট্র্যাফিকে থেমে গেলে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং আবার চলতে শুরু করলে চালু হয়ে যায়—ফলে জ্বালানির অপচয় রোধ হয়।

লো-ফ্রিকশন ইঞ্জিন ডিজাইন ও লো রোলিং রেসিস্ট্যান্স টায়ার, যা মাইলেজ আরও বাড়িয়ে দেয়।

কার জন্য এই বাইক?

Hero HF Deluxe Pro ইতোমধ্যেই ভারতের সমস্ত হিরো ডিলারশিপে পাওয়া যাচ্ছে। এই মডেলটি মূলত তাদের জন্য উপযুক্ত:

যারা সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য বাইক খুঁজছেন

দৈনন্দিন যাতায়াতে ভরসাযোগ্য কমিউটার চান

আরও পড়ুন: কত কিমি চালানোর পর মোটরসাইকেলের টায়ার বদলানো উচিত?

এবং সেইসঙ্গে আধুনিক ফিচার ও স্টাইল পছন্দ করেন

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর