১০০ সিসির জনপ্রিয় সেগমেন্টে আরও এক নতুন মডেল বাজারে আনল জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হোন্ডা। ভারতের বাজারে তাদের নতুন বাইক হোন্ডা শাইন ১০০ ডিএক্স (Shine 100 DX) উন্মোচন করা হয়েছে। Shine 100-এর পর এটি হোন্ডার দ্বিতীয় ১০০ সিসি মোটরসাইকেল। এর মাধ্যমে এই সেগমেন্টে হোন্ডা তাদের অবস্থান আরও শক্ত করতে চাইছে।
বিশেষজ্ঞদের মতে, ১০০ সিসি বাইকের বাজারে বর্তমানে প্রায় ২৯ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে সাশ্রয়ী দামের ১০০ সিসি মোটরসাইকেলের অংশীদারিত্ব ৭০ শতাংশেরও বেশি। সেই লক্ষ্যেই Shine 100 DX বাজারে এসেছে।
বিজ্ঞাপন

গ্রামীণ রাস্তার কথা মাথায় রেখেই ডিজাইন
হোন্ডার দাবি, Shine 100 DX বিশেষভাবে ভারতের গ্রামাঞ্চলের প্রতিকূল রাস্তায় চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে টেকসই ও ব্যবহারবান্ধব নানা ফিচার, যা গ্রামীণ এলাকার প্রয়োজন মেটাতে পারবে। এই বাইকটির আগাম বুকিং শুরু হবে ১ আগস্ট ২০২৫ থেকে।
নতুন ডিজাইন, আধুনিক ফিচার
Shine 100 DX-এ আগের মডেলের তুলনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে:
নতুন হেডলাইট ডিজাইন ও ক্রোম গার্নিশ দেওয়া হয়েছে সামনে
প্রসারিত ফুয়েল ট্যাঙ্ক এবং হোন্ডার ক্লাসিক ব্র্যান্ডিং
দীর্ঘ ও আরামদায়ক সিট, যা চালক ও পেছনের যাত্রী—উভয়ের স্বাচ্ছন্দ নিশ্চিত করে
পুরো ইঞ্জিন এবং গ্র্যাব রেল কালো রঙে রাঙানো, যা স্টাইলিশ লুক দেয়
এই বাইকটি চারটি রঙে বাজারে আসছে:
পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটালিক এবং জেনি গ্রে মেটালিক।

চালকবান্ধব স্মার্ট প্রযুক্তি
ডিজিটাল এলসিডি ডিসপ্লে, যাতে রিয়েল টাইম মাইলেজ, রেঞ্জ ও সার্ভিস সময় দেখা যাবে
সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ প্রযুক্তি, যা বাইক স্ট্যান্ডে থাকলে স্টার্ট হবে না — নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ
টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও ৫-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্বার — মসৃণ রাইডের নিশ্চয়তা
ড্রাম ব্রেক ও কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) — নিরাপদ ব্রেকিং
১৭ ইঞ্চির টিউবলেস টায়ার ও ১৬৮ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স — গ্রাম ও শহরের উঁচুনিচু রাস্তায় চলার জন্য উপযুক্ত
ইঞ্জিন ও পারফরম্যান্স
এই মডেলে রয়েছে:
৯৮.৯৮ সিসির সিঙ্গল সিলিন্ডার, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন
OBD2B মানসম্পন্ন ইঞ্জিন, যা পরিবেশবান্ধব
সর্বোচ্চ ৭.২ বিএইচপি শক্তি (৭৫০০ আরপিএম) ও ৮.০৪ নিউটন মিটার টর্ক (৫০০০ আরপিএম)
৪ গিয়ার ট্রান্সমিশন ও হোন্ডার নিজস্ব Enhanced Smart Power (eSP) প্রযুক্তি
এই প্রযুক্তি বাইকের পারফরম্যান্স বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয়ও নিশ্চিত করে।
আরও পড়ুন: কত কিমি চালানোর পর মোটরসাইকেলের টায়ার বদলানো উচিত?
Shine 100 DX মূলত গ্রামাঞ্চল ও শহরতলির সেই বাইকারদের জন্য উপযুক্ত, যারা চায় কম খরচে আরামদায়ক, শক্তিশালী এবং টেকসই একটি বাইক। হোন্ডা তাদের বাজার দখলের কৌশল হিসেবেই এ ধরনের নতুন মডেল নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এজেড

