ইলেকট্রিক বাইকপ্রেমীদের জন্য সুখবর। ভারতের বৈদ্যুতিক বাইক নির্মাতা আল্ট্রাভায়োলেট অটোমোটিভ তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক বাইক আল্ট্রাভায়োলেট এফ৭৭ জেনারেশন ৩-এর জন্য এক বড়সড় আপডেট ঘোষণা করেছে। ফলে বেশ কিছু দুর্দান্ত ফিচার যোগ হয়েছে। এতে করে মোটরসাইকেলের সঙ্গে এই ই-বাইক টেক্কা দিতে সক্ষম।
আল্ট্রাভায়োলেট এফ৭৭ বাইকের নতুন ভার্সনে পাওয়ারট্রেইন ফার্মওয়্যার আপডেট দেওয়া হয়েছে। এর ফলে যোগ হয়েছে ব্যালেস্টিক প্লাস রাইডিং মোড। এই আপডেট বাইকের পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে বলে দাবি করেছে কোম্পানি।
বিজ্ঞাপন
ব্যালেস্টিক প্লাস মোড যুক্ত হওয়ার ফলে রাইডাররা আগের তুলনায় অনেক বেশি দ্রুত এবং শার্প থ্রটল রেসপন্স উপভোগ করতে পারবেন। এই মোডে ত্বরণ বা ইনিশিয়াল পাওয়ার সার্জ আগের চেয়ে অনেক বেশি রিফাইন্ড ও এনগেজিং হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর জন্য বাইকের কোনও হার্ডওয়্যার পরিবর্তনের প্রয়োজন হয়নি।
এই আপডেটের পেছনে রয়েছে আল্ট্রাভায়োলেটের নিজস্ব এআই ইন্টেলিজেন্স সিস্টেম, ভায়োলেট এআই।

অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি দাবি করছে, ৮ মিলিয়ন কিলোমিটার রিয়েল-ওয়ার্ল্ড রাইডিং ডেটা বিশ্লেষণ করে এই ফার্মওয়্যার উন্নত করা হয়েছে। এর মাধ্যমে আল্ট্রাভায়োলেট এফ৭৭ জেনারেশন ৩-এর ভেইকেল কন্ট্রোল ইউনিটের (ভিসিইউ) রিয়েল-টাইমে ধরা ৩০০০-এরও বেশি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে পাওয়ার ডেলিভারি ও থ্রটল রেসপন্সে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞাপন
এই উন্নত প্রযুক্তি মূলত এফ৭৭-এর বিদ্যমান ড্রাইভট্রেন এবং ব্যাটারির ওপরেই নির্ভর করে, যা থেকে আরও বেশি ক্ষমতা বের করে আনা সম্ভব হয়েছে শুধুমাত্র সফটওয়্যার আপডেটের মাধ্যমে।
আরও পড়ুন: টিভিএস ৩০০ সিসির অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনছে
সবচেয়ে বড় কথা, এই আপডেট পূর্বের সব এফ৭৭ ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ করা হয়েছে। অর্থাৎ, বাইকটি কখন কেনা হয়েছে তা বিবেচ্য নয়—সব গ্রাহকই এই জেনারেশন ৩ পাওয়ার ট্রেইন ফার্মওয়্যার এবং ব্যালেস্টিক প্লাস মোডের সুবিধা পাবেন।
আল্ট্রাভায়োলেটের এই আপডেট ইলেকট্রিক টু-হুইলার প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সফটওয়্যার-ভিত্তিক উন্নয়নের মাধ্যমে শুধুমাত্র কোডের পরিবর্তন করেই পারফরম্যান্স বাড়ানো যে সম্ভব, সেটাই আরও একবার প্রমাণ করল আল্ট্রাভায়োলেট এফ৭৭ জেনারেশন ৩। নতুন ব্যালেস্টিক প্লাস মোডের মাধ্যমে গ্রাহকরা এবার আরও উত্তেজনাপূর্ণ এবং ফিচার-সমৃদ্ধ রাইড উপভোগ করতে পারবেন।
এজেড

