মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের ইঞ্জিন বৃষ্টিতে ভিজলে কি সমস্যা হয়?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

rain

বৃষ্টির দিনে বাইক চালাতে গিয়ে অনেক সময় ইঞ্জিন ভিজে যায়, আর তাতেই দেখা দেয় নানান রকম সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিন ভিজে গেলে সবচেয়ে সাধারণ সমস্যা হলো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট না নেয়া। এর অন্যতম কারণ হলো কার্বুরেটরে পানি ঢুকে পড়া বা ইলেকট্রিক সিস্টেমে শর্ট সার্কিট হওয়া।

বিশেষ করে পুরনো বা কার্বুরেটরভিত্তিক বাইকগুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। যদি কার্বুরেটরের ভেতরে পানি ঢুকে পড়ে, তাহলে জ্বালানির সঙ্গে পানির মিশ্রণ তৈরি হয়ে ইঞ্জিন ঠিকমতো জ্বলে না। একইভাবে, ইগনিশন কয়েল, স্পার্ক প্লাগ বা অন্যান্য বৈদ্যুতিক অংশ ভিজে গেলে সার্কিটে সমস্যা সৃষ্টি হয়, যা বাইক স্টার্ট করাকে প্রায় অসম্ভব করে তোলে।


বিজ্ঞাপন


এছাড়াও, নিয়মিতভাবে বৃষ্টিতে বাইক ভিজতে থাকলে বাইকের ধাতব অংশে মরিচা পড়ার আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে এক্সজস্ট পাইপ, চেইন, বল্টু-নাট, এমনকি ইঞ্জিন কভারও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বাইকের পারফরম্যান্স কমে যায় এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়ে যায়।

rain_pic

বৃষ্টিতে মোটরসাইকেল ভেজার কারণে যে সমস্যাগুলো হতে পারে:

ইঞ্জিন ও বৈদ্যুতিক যন্ত্রাংশে সমস্যা:

বৃষ্টির পানি ইঞ্জিন বা ব্যাটারির সংযোগস্থলে ঢুকলে শর্ট সার্কিট হতে পারে। বিশেষ করে সিডিআই ইউনিট, স্পার্ক প্লাগ, এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। 

মরিচা পড়া:

দীর্ঘ সময় ধরে বৃষ্টিতে বাইক ভিজে থাকলে যন্ত্রাংশে মরিচা পড়তে পারে, যা কর্মক্ষমতা কমিয়ে দেয়। 

অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি:

হেডলাইট, ইনডিকেটর, হর্ন, এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হতে পারে। 

স্টার্ট নিতে সমস্যা:

বৃষ্টির কারণে ইঞ্জিন বা অন্যান্য অংশে পানি প্রবেশ করলে বাইক স্টার্ট হতে সমস্যা হতে পারে, অথবা চলতে চলতে বন্ধ হয়ে যেতে পারে। 

bike_pic

তেল ও ময়লা জমে যাওয়া:

বৃষ্টির কারণে রাস্তায় তেল এবং ময়লা জমে যা ইঞ্জিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। 

বৃষ্টিতে বাইক চালানোর পর যা করা উচিত:

বাইক ভালোভাবে শুকিয়ে নেওয়া: বৃষ্টির পর বাইক ভালোভাবে শুকিয়ে নিন, বিশেষ করে ইঞ্জিন এবং বৈদ্যুতিক অংশগুলো। 

যন্ত্রাংশ পরিষ্কার রাখা: ইলেক্ট্রিক্যাল কানেকশন এবং অন্যান্য যন্ত্রাংশ পরিষ্কার করে শুষ্ক রাখুন। 

আরও পড়ুন: বর্ষাকালে ভেজা রাস্তায় বাইক নিরাপদে চালানোর ১০টি কৌশল

প্রয়োজনীয় স্থানে লুব্রিকেন্ট ব্যবহার করা: যন্ত্রাংশের সঠিক কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় স্থানে লুব্রিকেন্ট ব্যবহার করুন। 

মরিচা প্রতিরোধক স্প্রে ব্যবহার করা: মরিচা পড়া থেকে বাঁচতে ওয়াটারপ্রুফিং স্প্রে ব্যবহার করতে পারেন। 

মোটরসাইকেলটিকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য, বৃষ্টিতে বাইক চালালে বা পার্ক করলে, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর