দীর্ঘ বিরতির পর আবারও বাজারে ফিরেছে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় অভিযাত্রী মোটরসাইকেল স্ক্র্যাম ৪৪০। চলতি বছরের জানুয়ারিতে স্ক্র্যাম ৪১১–এর পরিবর্তে বাজারে আনা হলেও, কারিগরি ত্রুটির কারণে সংস্থা সাময়িকভাবে বাইকটির বিক্রি বন্ধ রাখে। এখন সমস্যার সমাধান হয়ে যাওয়ায় নতুন করে আবারও বাইকটি রাস্তায় ছুটতে প্রস্তুত।
কী সমস্যা হয়েছিল স্ক্র্যাম ৪৪০ মডেলের?
বিজ্ঞাপন
বাইকটির ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উডরাফ কি (Woodruff Key)–তে সমস্যা ধরা পড়ে। এটি ইঞ্জিনের ঘূর্ণনশীল যন্ত্রাংশগুলোকে শ্যাফটের সঙ্গে যুক্ত রাখতে সহায়তা করে। এই যন্ত্রাংশের ত্রুটির কারণে বাইক চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিল এবং পুনরায় চালু হচ্ছিল না। ফলে রয়্যাল এনফিল্ড প্রাথমিক পর্যায়ে বাইকটির ডেলিভারি বন্ধ রাখে।
আবার শুরু বুকিং, পরীক্ষামূলক চালনাও চলছে
ভারতে বিভিন্ন শোরুমে ইতোমধ্যেই বুকিং নেওয়া শুরু হয়েছে এবং নির্বাচিত কিছু বিক্রয়কেন্দ্রে পরীক্ষামূলক চালনার (টেস্ট রাইড) ব্যবস্থা রাখা হয়েছে। যদিও সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সমস্যাটি পুরোপুরি সমাধান করা হয়েছে এবং বাইকটি বিক্রির জন্য প্রস্তুত।
ইঞ্জিন ও প্রযুক্তিগত উন্নয়ন
বিজ্ঞাপন
নতুন স্ক্র্যাম ৪৪০, আগের হিমালয়ান ৪১১ ও স্ক্র্যাম ৪১১-এর ভিত্তিতে তৈরি হলেও এতে ব্যবহার করা হয়েছে আরও শক্তিশালী ৪৪৩ কিউবিক সেন্টিমিটার (সিসি) ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন। এই ইঞ্জিন ২৫.৪ অশ্বশক্তি (বিএইচপি) এবং ৩৪ নিউটন মিটার ঘূর্ণনবল (টর্ক) উৎপাদনে সক্ষম।

এছাড়া রয়েছে ৬-গতির গিয়ারব্যবস্থা, যা মহাসড়কে গতি ও স্থিতিশীলতার দিক থেকে বাইকটিকে আরও উন্নত করেছে।
প্রতিযোগিতা ও দাম
এই বাইকটির মূল প্রতিদ্বন্দ্বী:
ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার ৪০০ এক্স
ইয়েজদি স্ক্র্যাম্বলার
স্ক্র্যাম ৪৪০-এর মূল্য শুরু হয়েছে ভারতে ২ লাখ ৮ হাজার টাকা থেকে, এবং সর্বোচ্চ সংস্করণের দাম ২ লাখ ১৫ হাজার টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।
আরও পড়ুন: মোটরসাইকেলে টুইন শক নাকি মনো শক অ্যাবসর্ভার ভালো?
উন্নত গঠন, কারিগরি সমস্যার সফল সমাধান ও আকর্ষণীয় মূল্যে স্ক্র্যাম ৪৪০ আবারও বাইকপ্রেমীদের মন জয় করতে প্রস্তুত। আপনি যদি অভিযাত্রী ও শক্তিশালী একটি বাইকের খোঁজে থাকেন, তবে এখনই সময় নিকটবর্তী শোরুমে গিয়ে বুকিং করুন বা একবার চালিয়ে দেখুন।
এজেড

