শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্কুটি

হোন্ডার নতুন মডেলের স্কুটার এলো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

honda new scooter 2025

জাপানি হোন্ডা সম্প্রতি আন্তর্জাতিক বাজারে নতুন স্কুটার এনেছে। যার মডেল হোন্ডা স্কুপি ২০২৫ এডিশন। ইন্দোনেশিয়ার বাজারে স্কুপি মডেলটি বিক্রি শুরু হয়েছে। 
নতুন এই স্কুপির ডিজাইন হোন্ডার অন্যসব স্কুটারের মতোই। এতে অনেকটা ক্লাসিক ডিজাইন দেখা গেছে। 
 
আধুনিক ও পুরনো দিনের মিশ্র ঘরানার নকশার এই স্কুটারটি ইতিমধ্যেই বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে।

নকশা ও বাহ্যিক চেহারায় এতে রয়েছে আধুনিকতার ছোঁয়া, সঙ্গে রয়েছে ভিনটেজ ঘরানার ছাপ।


বিজ্ঞাপন


honda

২০২৫ সালের হোন্ডা স্কুপির চোখধাঁধানো রেট্রো নকশা

স্কুপির সবচেয়ে বড় আকর্ষণ এর বাঁকানো দেহ এবং ঝরঝরে নকশা। এতে রয়েছে স্ফটিক ধরনের এলইডি সামনের বাতি, গোল আকৃতির পেছনের আলো, ডি-আকৃতির সংকেত বাতি এবং একটানা আসনের ব্যবস্থা। সামগ্রিক চেহারা প্রিমিয়াম ও ধাঁচে পুরনো দিনের ক্লাসিক।

ইঞ্জিন ও যন্ত্রাংশ

২০২৫ সালের হোন্ডা স্কুপিতে রয়েছে ১০৯.৫ সিসির এয়ার কুলড ইঞ্জিন। যা থেকে ৯ হর্সপাওয়ার (বিএইচপি) এবং ৯.২ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের সঙ্গে যুক্ত আছে স্বয়ংক্রিয় চলাচল নিয়ন্ত্রণ গিয়ারবক্স (সিভিটি গিয়ারবক্স)।

scuti3

স্কুটারটি নির্মিত হয়েছে আন্ডারবোন কাঠামোর ওপর এবং এতে সামনে টেলিস্কোপিক কাঁটা ও পেছনে একক ঝাঁকুনি রোধক সাসপেনশন ব্যবহৃত হয়েছে। এতে রয়েছে ১২ ইঞ্চি চাকা, যার মধ্যে সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনেরটিতে ড্রাম ব্রেক রয়েছে।

উন্নত ফিচার বা বৈশিষ্ট্য

এই স্কুটারে রয়েছে:

ডিজিটাল ডিসপ্লে (এলসিডি)

স্মার্ট চাবি ও চাবি ছাড়াই চালু করার ব্যবস্থা (কিলেস ইগনিশন)

আরও পড়ুন: প্রথমবার মোটরসাইকেল কিনতে যাচ্ছেন? আপনার জন্য ৫টি জরুরি পরামর্শ

সম্পূর্ণ এলইডি আলো ব্যবস্থা

চুরি প্রতিরোধী অ্যালার্ম

এসব মিলে এটিকে প্রযুক্তির দিক থেকে একটি আধুনিক ও ব্যবহারবান্ধব স্কুটার হিসেবে বিবেচনা করা যায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর