প্রথমবার মোটরসাইকেল কেনা অনেকের জন্যই রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে শুধু বাইকের ডিজাইন বা রঙ দেখে সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হতে পারে। একটি বাইক কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি, বিশেষ করে যারা নতুন।
চলুন দেখে নেওয়া যাক প্রথমবার বাইক কেনার আগে আপনার জানা উচিত এমন ৫টি পরামর্শ।
বিজ্ঞাপন
১. নিজের প্রয়োজন অনুযায়ী বাইক বেছে নিন
আপনি কি প্রতিদিন অফিস বা কলেজে যাবেন? নাকি শুধু অবসরে ঘুরতে বের হবেন?
* যারা প্রতিদিনের কাজে ব্যবহার করতে চান, তাঁদের জন্য মাইলেজবান ও হালকা বাইক বেশি উপযোগী।
* আবার কেউ ঘুরতে ভালোবাসেন বা লং রাইডে যান, তাঁদের জন্য থোড়া শক্তিশালী ও আরামদায়ক বাইক উপযুক্ত।
বিজ্ঞাপন
দাম নয়, গুরুত্ব দিন ব্যবহারযোগ্যতাকে।

২. ওজন ও উচ্চতা অনুযায়ী বাইক বেছে নিন
প্রথমবার চালাবেন? তাহলে খুব ভারী বা উঁচু সিটের বাইক কিনে ঝামেলায় পড়তে পারেন।
নিজের উচ্চতা অনুযায়ী এমন বাইক নিন যাতে দুই পা মাটি স্পর্শ করে
কম ওজনের বাইক হলে মোড় নেওয়া ও নিয়ন্ত্রণ সহজ হবে
আরও পড়ুন: মোটরসাইকেলকে টেক্কা দেবে এই ইলেকট্রিক বাইক
৩. মাইলেজ ও রক্ষণাবেক্ষণের খরচ
বাইক কিনে ফেললেই খরচ থেমে যায় না। নিয়মিত তেল, সার্ভিসিং, পার্টস এসবের জন্য খরচ হবে।
বাইক কেনার আগে জেনে নিন এর প্রতি লিটার মাইলেজ, স্পেয়ার পার্টস কত সহজে পাওয়া যায় এবং সার্ভিসিং খরচ কেমন
নতুন চালকদের জন্য ১০০–১২৫ সিসি বাইক ভালো পছন্দ, যেগুলো সাধারণত ৪৫–৬৫ কিমি/লিটার মাইলেজ দেয়

৪. কাগজপত্র ও রেজিস্ট্রেশন নিশ্চিত করুন
বাইক কেনার সময় নিম্নোক্ত কাগজপত্র নিশ্চিত করতে ভুলবেন না:
বিল, বিক্রয় রসিদ
ভ্যাট চালান
রেজিস্ট্রেশন স্লিপ ও নম্বর প্লেট
বিআরটিএ রোড পারমিট (নতুন বাইকের জন্য ডিলার দেয়)
বিনা রেজিস্ট্রেশনে বাইক চালানো আইনগত অপরাধ।

৫. নিরাপত্তা সরঞ্জামে বিনিয়োগ করুন
বাইক কেনার সঙ্গে সঙ্গেই হেলমেট, গ্লাভস, রেইনকোট, লক ইত্যাদি কিনে ফেলুন। বিশেষ করে হেলমেট যেন বিআরটিএ অনুমোদিত হয় এবং মাথায় ঠিকমতো ফিট করে।
স্মার্ট চালকরা বাইকের পাশাপাশি নিজেদের নিরাপত্তায়ও সমান গুরুত্ব দেন।
প্রথমবার বাইক কেনা শুধু আনন্দের নয়, দায়িত্বশীল সিদ্ধান্তও বটে। একটু সচেতন হলে আপনি এমন একটি বাইক বেছে নিতে পারবেন যা হবে দীর্ঘমেয়াদে লাভজনক, আরামদায়ক ও নিরাপদ।
এজেড

