শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলকে টেক্কা দেবে এই ইলেকট্রিক বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

electric bike

ভারতের বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাজারে নতুন উদ্যমে প্রবেশ করেছে আল্ট্রাভায়োলেট অটোমোটিভ। সংস্থার সদ্য উন্মোচিত ইলেকট্রিক এন্ডুরো বাইক আল্ট্রাভায়োলেট শকওয়েভ মাত্র কয়েক মাসেই ৭০০০-এরও বেশি অগ্রিম বুকিং পেয়ে সকলকে চমকে দিয়েছে। আগামী ২০২৬ সালের প্রথম তিন মাসের মধ্যেই বাইকটির সরবরাহ শুরু হবে বলে জানানো হয়েছে। এর মূল্য ধরা হয়েছে ১.৭৫ লাখ রুপি।

প্রারম্ভিক অফারে ছিল বিশেষ ছাড়

আল্ট্রাভায়োলেট শকওয়েভ বাইকটি উন্মোচিত হয় মার্চ ২০২৫-এ। লঞ্চের সময় সংস্থাটি প্রথম ১০০০ ক্রেতার জন্য বাইকটি ১.৫০ লাখ রুপির বিশেষ মূল্যে দেওয়ার ঘোষণা দেয়। পরে আরও ১০০০ জনের জন্য এই অফার সম্প্রসারিত করা হয়। এরপর বাইকটির নির্ধারিত দাম দাঁড়ায় ১.৭৫ লাখ রুপি।

শক্তিশালী বৈদ্যুতিক মোটর ও চমকপ্রদ পারফরম্যান্স

শকওয়েভ-এ রয়েছে ১৪.৫ বিএইচপি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটর, যা ৫০৫ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এতে ব্যবহৃত হয়েছে ৪ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি, যা আইডিসি পরীক্ষানুসারে ১৬৫ কিলোমিটার পরিসর (রেঞ্জ) দিতে সক্ষম। বাইকটি মাত্র ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ অর্জন করতে পারে, আর এর সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা।

boooking


বিজ্ঞাপন


আধুনিক ফিচারে ঠাসা বাইক

শুধু শক্তিশালীই নয়, আধুনিক ফিচারে পরিপূর্ণ এই বাইকটিতে রয়েছে:

সুইচযোগ্য দ্বৈত-চ্যানেলের অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস)

সম্পূর্ণ এলইডি আলো

চারটি ট্র্যাকশন নিয়ন্ত্রণ মোড

ছয় স্তরের গতিশীল রিজেনারেটিভ ব্রেকিং

বাইকটি তৈরি হয়েছে ইস্পাত ফ্রেমের ওপর। সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মনোশক সাসপেনশন যুক্ত রয়েছে। সুবিধাজনক চালনার জন্য রয়েছে ২১ ইঞ্চির সামনে এবং ১৭ ইঞ্চির পেছনের তারযুক্ত চাকা, যা দ্বৈত-উদ্দেশ্য টায়ারে মোড়া।

e_bike

নতুন প্রজন্মের রাইডারদের জন্য আকর্ষণীয় পছন্দ

আল্ট্রাভায়োলেট শকওয়েভ ভারতের বাজারে ইলেকট্রিক এন্ডুরো বাইকের ধারায় নতুন মাত্রা যোগ করেছে। এর শক্তিশালী মোটর, আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় গতি ও রেঞ্জ—সব মিলিয়ে এটি নতুন প্রজন্মের চালকদের কাছে এক আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে।

আরও পড়ুন: স্কুটার না মোটরসাইকেল— কোনটির ইঞ্জিন বেশি শক্তিশালী?

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাইকটির আরও বিস্তারিত বৈশিষ্ট্য, পরীক্ষা ও উৎপাদন সংক্রান্ত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর