প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে লঞ্চ হল ২০২৫ হোন্ডা ট্রান্সল্যাপ এক্সএল৭৫০। ভারতের বাজারে এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটির দাম রাখা হয়েছে ১১ লাখ রুপি। যা দিয়ে ওই দেশে একটি ব্র্যান্ড নিউ এসইউভি কার কেনা সম্ভব।
নতুন প্রজন্মের মডেলটি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছে। এর লুক ও পারফরম্যান্স উভয়কেই আরও উন্নত করেছে। চলুন মোটরসাইকেলটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
বিজ্ঞাপন
২০২৫ হোন্ডা ট্রান্সল্যাপ এক্সএল৭৫০-এর সামনে অংশে এসেছে দর্শনীয় পরিবর্তন। আগের তুলনায় হেডলাইট এখন আরও শার্প এবং আক্রমণাত্মক চেহারা পেয়েছে। ফলে বাইকটিকে আধুনিক ও অ্যাডভেঞ্চার-ফোকাসড লুক দেয়। এখনকার উইন্ডস্ক্রিন তৈরি হয়েছে ডুরাবিয়া নামের এক ধরনের বায়ো-ইঞ্জিনিয়ারড পরিবেশবান্ধব প্লাস্টিক থেকে, যা টেকসই এবং পরিবেশের জন্য নিরাপদ।
৭৫৫ সিসি ইঞ্জিনে মিলছে উন্নত থ্রটল রেসপন্স
এই বাইকে রয়েছে একটি ৭৫৫ সিসি, লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৯০ বিএইচপি শক্তি এবং ৭৫ এনএম টর্ক জেনারেট করে। ইঞ্জিনের সঙ্গে জোড়া রয়েছে ছয়-গতির গিয়ারবক্স। হোন্ডা জানিয়েছে, নতুন মডেলের ইঞ্জিনে লো-এন্ড ও মিড-রেঞ্জে উন্নত থ্রটল রেসপন্স পাওয়া যাবে, যা বিভিন্ন টেরেইনে রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে।

বিজ্ঞাপন
বাইকটিতে রয়েছে পাঁচটি রাইড মোড – স্পোর্ট, স্ট্যান্ডার্ড, রেইন, গ্রাভেল এবং ইউজার। এগুলো রাইডারের চাহিদা ও চলার পথ অনুযায়ী বাইককে মানিয়ে নিতে সাহায্য করবে। সামনের ও পিছনের সাসপেনশন টিউনিং-এ পরিবর্তন এনে রাইডিং মানে উন্নতি আনা হয়েছে, যাতে অফ-রোড হোক বা শহরের রাস্তা, সব ধরনের পথে বাইকটি ভারসাম্য বজায় রাখতে পারে।
আরও পড়ুন: রয়েল এনফিল্ড ইলেকট্রিক স্ক্র্যাম্বলার বাইক আনছে
বাইকটি চলবে ২১ ইঞ্চির সামনের ও ১৮ ইঞ্চির পিছনের স্পোক হুইলে, যা অফ-রোড সক্ষমতাকে নিশ্চিত করে। ব্রেকিং-এর দায়িত্বে রয়েছে সামনে ৩১০ মিমি ডুয়েল ডিস্ক ও পেছনে ২৫৬ মিমি ডিস্ক ব্রেক। এছাড়াও এতে রয়েছে অল এলইডি লাইটিং সিস্টেম, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (এইচএসটিসি), এবিএস এবং একটি রঙিন টিএফটি ডিসপ্লে, যা তথ্য পড়তে এবং রাইডার ইন্টারফেসকে উন্নত করে।
এজেড

