শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড ইলেকট্রিক স্ক্র্যাম্বলার বাইক আনছে 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

royal enfield electric bike

রয়েল এনফিল্ডের ইলেকট্রিক সাব-ব্র্যান্ড ফ্লাইং ফ্লি। ২০২৬ সালের শুরুতে তাদের প্রথম মডেল সি৬ নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে। তবে সংস্থার দ্বিতীয় মডেল হিসেবে ফ্লাইং ফ্লি এস৬ স্ক্র্যাম্বলার একই বছরে বাজারে আসছে। অর্থাৎ রয়েল এনফিল্ড তাদের ইলেকট্রিক বাইক দুইটি আগামী বছর বাজারে আনছে।

এই নতুন ই-স্ক্র্যাম্বলার বাইকটি  রয়েল এনফিল্ডের নতুন ইলেকট্রিক প্ল্যাটফর্মের ওপর নির্মিত, ঠিক যেমন সি৬ মডেলটি। তবে ডিজাইন ও ফিচারের দিক থেকে এটি সি৬ থেকে অনেকটাই আলাদা।


বিজ্ঞাপন


re_inner

ফ্লাইং ফ্লি এস৬ স্ক্র্যাম্বলার: ডিজাইন ও অফ-রোড ফোকাসড ফিচার

ফ্লাইং ফ্লি এস৬ স্ক্র্যাম্বলার বাইকটিতে থাকবে আরও রাফ-অ্যান্ড-টাফ লুক ও ফিচার। এতে  ইউএসডি ( আপ সাইড ডাউন) ফর্ক দেওয়া হবে, যা অফ-রোড চলাচলের সুবিধা দেবে।  সি৬-এর বড় রিয়ার হাগার-এর পরিবর্তে এখানে দেওয়া হবে ছোট হাগার এবং আরও অফ-রোড ফ্রেন্ডলি টায়ার। বাইকটির নতুনভাবে সিট ডিজাইন করা হয়েছে এবং সাইড-মাউন্টেড নম্বর প্লেটও থাকবে, যা বাইকটির স্ক্র্যাম্বলার স্টাইলকে আরও ফুটিয়ে তোলে।

আরও পড়ুন: বর্ষাকালে মোটরসাইকেলের যত্নে যেসব নিয়ম মানা জরুরি


বিজ্ঞাপন


সি৬ স্ক্র্যাম্বলার-এর ব্যাটারি ক্যাপাসিটি, রেঞ্জ বা চার্জিং টাইম সম্পর্কে এখনো কোনও অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তবে এই তথ্যগুলো লঞ্চের সময়ের কাছাকাছি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। যেহেতু ফ্লাইং ফ্লি-এর সি৬ ও এস৬ উভয় মডেলই শহরের চলাচলের কথা মাথায় রেখে তৈরি, তাই খুব বেশি রেঞ্জ এক্সপেক্ট না করাই ভালো।

re

উন্নত ডিজাইন ও ফিচার সমৃদ্ধ এই ই-বাইকটি ইআইসিএমএ ২০২৫-এ প্রথমবার গ্লোবাল স্টেজে প্রদর্শিত হতে পারে, আর তার কিছুদিন পর ভারতের মটোভার্স ইভেন্টে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে। এইভাবে রয়েল এনফিল্ড তাদের ইভি পোর্টফোলিওতে এক নতুন মাত্রা যোগ করবে।

প্রসঙ্গত, রয়েল এনফিল্ডের ফ্লাইং ফ্লি এস৬ স্ক্র্যাম্বলার একটি আকর্ষণীয় নতুন সংযোজন হতে চলেছে ভারতের ইলেকট্রিক বাইক বাজারে। যারা অফ-রোড লুক ও কমিউটার সুবিধা একসঙ্গে চান, তাদের জন্য এটি একটি পারফেক্ট অপশন হতে পারে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর