জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবেশবান্ধব প্রযুক্তির চাহিদার কারণে ইলেকট্রিক বাইক ও স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে বর্ষাকালে বা বৃষ্টির মধ্যে এই যানবাহনগুলো কতটা নিরাপদ—তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কারণ, ইলেকট্রিক বাইক বা স্কুটারে ব্যবহৃত ব্যাটারি, মোটর ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ পানির সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যেতে পারে। এই প্রতিবেদনে বৃষ্টিতে ইলেকট্রিক যান চালানোর সম্ভাব্য ঝুঁকিগুলো তুলে ধরা হলো।
বৃষ্টিতে ইলেকট্রিক বাইক ও স্কুটার চালানোর ঝুঁকিগুলোঃ
১. ব্যাটারিতে পানি ঢোকার আশঙ্কা
ইলেকট্রিক যানবাহনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয় যা সাধারণত ওয়াটারপ্রুফ কেসিংয়ে সংরক্ষিত থাকে। কিন্তু অতিরিক্ত বা টানা বৃষ্টিতে যদি কোনোভাবে ব্যাটারির সিলিং দুর্বল হয়ে যায় বা রাবার কভার ফেটে যায়, তাহলে পানি ঢুকে ব্যাটারি শর্ট সার্কিট বা বিস্ফোরণের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে।

২. ইলেকট্রিক মোটরের ক্ষতি
ইলেকট্রিক মোটর সাধারণত বাইকের নিচের অংশে অবস্থান করে। জলাবদ্ধ রাস্তায় চলার সময় পানির উচ্চতা বেশি হলে মোটরে পানি ঢুকে পড়তে পারে। এতে করে মোটরের কয়েল বা সার্কিট ক্ষতিগ্রস্ত হয় এবং এটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে।
৩. কন্ট্রোল ইউনিট বা কন্ট্রোলার নষ্ট হওয়ার ঝুঁকি
ইলেকট্রিক স্কুটারে একটি ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট থাকে যা পুরো বাইকের গতি, ব্রেক, পাওয়ার ডেলিভারি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এই ইউনিটে পানি ঢুকলে পুরো ব্যবস্থাপনাই অকেজো হয়ে যেতে পারে।

৪. শর্ট সার্কিট ও আগুন লাগার ঝুঁকি
যদি পানির কারণে কোনও সার্কিট শর্ট হয়, তাহলে মুহূর্তের মধ্যে আগুন লাগার আশঙ্কা থাকে। অনেক সময় ব্যবহারকারীরা এই সমস্যা বুঝতেই পারেন না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
৫. স্লিপ করার আশঙ্কা
ইলেকট্রিক বাইকের ওজন সাধারণ বাইকের চেয়ে কিছুটা বেশি হয় এবং টায়ারের গ্রিপ যদি ভালো না হয়, তাহলে ভেজা রাস্তায় সহজেই পিছলে পড়ে যেতে পারে।
নিরাপত্তার জন্য করণীয়
ইলেকট্রিক বাইক কেনার সময় অবশ্যই তার আইপি বা IP (Ingress Protection) রেটিং যাচাই করা উচিত। IP67 বা IP68 রেটিং থাকলে তা সাধারণ বৃষ্টিতে সুরক্ষিত থাকে।

গাড়ি চালানোর আগে ব্যাটারির ঢাকনা ও সংযোগ পয়েন্টগুলো সঠিকভাবে সিল করা আছে কি না পরীক্ষা করা উচিত।
বেশি জলাবদ্ধ এলাকা বা গভীর পানির রাস্তা এড়িয়ে চলা নিরাপদ।
নিয়মিত সার্ভিসিং ও ওয়াটারপ্রুফিং করানো উচিত।
প্রয়োজনে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্দেশিকা অনুসরণ করুন।
আরও পড়ুন: বৃষ্টিতে মোটরসাইকেল চালানো যে কারণে ঝুঁকিপূর্ণ
বৃষ্টির মধ্যে ইলেকট্রিক বাইক ও স্কুটার চালানো একেবারে অসম্ভব নয়, তবে এতে কিছু নির্দিষ্ট ঝুঁকি থাকে। মানসম্মত ব্র্যান্ড ও ওয়াটারপ্রুফ ডিজাইনযুক্ত যানবাহন বেছে নিলে এবং ব্যবহারকারীরা সচেতন থাকলে এই ঝুঁকিগুলো অনেকটাই কমানো সম্ভব। তবে জরুরি প্রয়োজনে না হলে বর্ষায় ইলেকট্রিক যান এড়িয়ে চলাই শ্রেয়।
এজেড

