শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের স্পার্ক প্লাগ কতদিন পরপর পরিষ্কার করা উচিত?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

motorcycle spark plug

মোটরসাইকেল একটি জনপ্রিয় যানবাহন, যা আমাদের দৈনন্দিন জীবনে দ্রুত ও সাশ্রয়ী চলাচলের অন্যতম মাধ্যম। এর মসৃণ ও নিরবিচারে চলাচলের পেছনে গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ হলো স্পার্ক প্লাগ। এটি ইঞ্জিনে জ্বালানি ও বাতাসের মিশ্রণ জ্বালিয়ে ইঞ্জিন চালু রাখে। তাই নিয়মিত স্পার্ক প্লাগ পরিষ্কার করা ইঞ্জিনের কার্যক্ষমতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্পার্ক প্লাগ কী এবং এর কার্যকারিতা

স্পার্ক প্লাগ হলো একটি ছোট ধাতব যন্ত্র যা ইঞ্জিনে নির্দিষ্ট সময় পর পর ইলেকট্রিক স্পার্ক সৃষ্টি করে। এই স্পার্ক জ্বালানির সঙ্গে বাতাসের মিশ্রণ জ্বালিয়ে ইঞ্জিন চালু রাখে। যদি এটি নোংরা বা জঞ্জালে আটকে যায়, তাহলে ইঞ্জিন স্টার্ট নিতে দেরি করে, পারফরম্যান্স কমে যায় এবং জ্বালানি খরচ বেড়ে যায়।

আরও পড়ুন: মোটরসাইকেল ভ্রমণের আগে যেসব প্রস্তুতি থাকা দরকার

পরিষ্কারের সময়সীমা

সাধারণত মোটরসাইকেলের স্পার্ক প্লাগ প্রতি ৫০০০-৭০০০ কিলোমিটার পর পর অথবা ৩-৬ মাস ব্যবধানে একবার পরিষ্কার করা উচিত। তবে এটি নির্ভর করে মোটরসাইকেলের ব্যবহারের ধরন, রাস্তাঘাটের অবস্থা এবং জ্বালানির গুণমানের উপর। যদি আপনি প্রতিদিন দীর্ঘ পথ অতিক্রম করেন, তবে স্পার্ক প্লাগ আরও ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজন হতে পারে।


বিজ্ঞাপন


plug2

কখন বুঝবেন স্পার্ক প্লাগ পরিষ্কার করার সময় হয়েছে?

নিচের লক্ষণগুলো দেখা দিলে স্পার্ক প্লাগ পরিষ্কার বা পরিবর্তন করার সময় এসেছে ধরে নিতে পারেন—

ইঞ্জিন স্টার্ট হতে দেরি হওয়া

জ্বালানি খরচ বেড়ে যাওয়া

ইঞ্জিনের আওয়াজ অস্বাভাবিক হওয়া

এক্সিলারেশন কমে যাওয়া

ধোঁয়া বেশি নির্গত হওয়া

plug_pic

স্পার্ক প্লাগ পরিষ্কারের পদ্ধতি

স্পার্ক প্লাগ পরিষ্কারের জন্য একটি ওয়্যার ব্রাশ, ক্লিনার ও ড্রাই কাপড় ব্যবহার করা হয়। তবে যারা যন্ত্রাংশ বিষয়ে দক্ষ নন, তাদের জন্য একজন দক্ষ মেকানিকের সাহায্য নেওয়া শ্রেয়।

স্পার্ক প্লাগ একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এটি পরিষ্কার না থাকলে মোটরসাইকেলের পারফরম্যান্স হ্রাস পায় এবং জ্বালানি খরচ বেড়ে যায়। তাই সময়মতো স্পার্ক প্লাগ পরিষ্কার ও পরীক্ষা করা প্রতিটি মোটরসাইকেল চালকের কর্তব্য। নিয়মিত রক্ষণাবেক্ষণই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের চাবিকাঠি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর