মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেল ভ্রমণের আগে যেসব প্রস্তুতি থাকা দরকার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

bike travel

দীর্ঘ মোটরসাইকেল ভ্রমণ মানেই স্বাধীনতা, রোমাঞ্চ আর অফুরন্ত পথচলা। তবে এই অভিজ্ঞতা উপভোগ্য ও নিরাপদ করতে হলে প্রয়োজন যথাযথ প্রস্তুতি। সামান্য অবহেলায় একটি সুন্দর সফর রূপ নিতে পারে দুর্ঘটনায়। তাই ভ্রমণের আগে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতিই হতে পারে আনন্দের মূল চাবিকাঠি।

১. বাইকের সার্বিক অবস্থা পরীক্ষা করুন

মোটরসাইকেল ট্রিপ মানেই বাইকের উপর সম্পূর্ণ নির্ভরতা। তাই ভ্রমণের আগে নিচের বিষয়গুলো অবশ্যই পরীক্ষা করুন:

ইঞ্জিন অয়েল: পুরনো হয়ে গেলে নতুন করে দিন।

ব্রেক: সামনে ও পেছনের ব্রেক ঠিকঠাক কাজ করছে কিনা নিশ্চিত হন।

টায়ার: ফাটল, ক্ষয় অথবা অতিরিক্ত হাওয়া কমে গেছে কিনা দেখে নিন।


বিজ্ঞাপন


চেইন ও স্পোকেট: চেইন ঢিলা বা বেশি টাইট হলে সমস্যা হতে পারে, প্রয়োজনে লুব্রিকেট করুন।

লাইট ও হর্ন: সামনে ও পেছনের লাইট এবং হর্ন ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করুন।

mcyle

২. প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন

ড্রাইভিং লাইসেন্স

বাইকের রেজিস্ট্রেশন সনদ

ইনস্যুরেন্স কপি

ফিটনেস ও ট্যাক্স টোকেন

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

tour_pic

৩. হেলমেট এবং সুরক্ষা গিয়ার

ভ্রমণের সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাই সেফটি গিয়ার আবশ্যক। যেমন-

ফুল ফেস হেলমেট

গ্লাভস

জ্যাকেট (প্রয়োজনে প্রোটেক্টিভ গিয়ার যুক্ত)

নি-ক্যাপ, এলবো গার্ড

রেইন কোট (বৃষ্টির সময় কাজে আসবে)

৪. প্রথম সাহায্য কিট

ব্যান্ডেজ

অ্যান্টিসেপটিক

পেইন রিলিফ স্প্রে

ছোট কাঁচি

প্রয়োজনীয় ওষুধ

যাত্রা

৫. প্রাথমিক যন্ত্রপাতি সঙ্গে রাখুন

বাইকে সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের জন্য নিচের সরঞ্জামগুলো রাখুন:

স্ক্রু ড্রাইভার সেট

প্লায়ার্স

অতিরিক্ত ফিউজ

চেইন স্প্রে

টায়ার রিপেয়ার কিট

৬. রুট প্ল্যান ও ম্যাপিং

গুগল ম্যাপে রুট আগে থেকেই দেখে নিন

রাস্তার অবস্থান, পেট্রোল পাম্প, খাবার হোটেল ও বিশ্রামের জায়গাগুলো চিহ্নিত করে রাখুন

যদি অফলাইন এলাকায় যান, তাহলে অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিন

bike_tour

৭. মোবাইল ও পাওয়ার ব্যাকআপ

মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন

পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন

চাইলে বাইকের চার্জিং পোর্ট ব্যবহার করুন

৮. আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন

যাত্রার আগে দিনের আবহাওয়া কেমন হবে, তা জানলে পোশাক ও প্রস্তুতি নিতে সুবিধা হয়

বর্ষাকালে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন

৯. মানসিক প্রস্তুতি ও বিশ্রাম

দীর্ঘ ভ্রমণের আগে রাতে ভালো ঘুমান

মানসিকভাবে প্রস্তুত থাকুন, কারণ রাস্তায় যেকোনো পরিস্থিতি আসতে পারে

বেশি টানা না চালিয়ে মাঝেমধ্যে বিরতি নিন

আরও পড়ুন: ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরা: আনন্দ না বিপদ?

একটি পরিকল্পিত এবং প্রস্তুত ভ্রমণই দিতে পারে জীবনের সেরা রাইডিং অভিজ্ঞতা। তাই ভ্রমণের আগে নিজের ও বাইকের যত্ন নিন, যাতে পথে বিপত্তি না ঘটে। আনন্দময় হোক আপনার মোটরসাইকেল সফর।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর