প্রয়োজনের তাদিকে অনেককেই বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালাতে হয়। বর্তমানে শহর কিংবা গ্রামে বৃষ্টির সময় মোটরসাইকেল চালানো একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে বৃষ্টির মধ্যে গাড়ি চালানো যেমন কষ্টকর, তেমনি এটি ঝুঁকিপূর্ণও বটে। সঠিক সতর্কতা অবলম্বন না করলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। তাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে চালকদের কিছু বিষয় মেনে চলা জরুরি।
১. হেলমেট ও রেইনকোট ব্যবহার
বৃষ্টির সময় হেলমেট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলমেটের শিল্ড যেন পরিষ্কার ও ফগ-প্রতিরোধী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া, সম্পূর্ণ শরীর ঢেকে রাখার জন্য ভালো মানের রেইনকোট ব্যবহার করা উচিত।
২. টায়ারের অবস্থা পরীক্ষা
বৃষ্টির মধ্যে রাস্তায় পানির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে। তাই টায়ারে পর্যাপ্ত গ্রিপ আছে কিনা তা আগেভাগে দেখে নেওয়া উচিত।

বিজ্ঞাপন
৩. ব্রেকিং সাবধানে করুন
হঠাৎ ব্রেক করলে বাইক পিছলে যেতে পারে। তাই ধীরে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে ব্রেক ব্যবহার করা উচিত। ডিস্ক ব্রেক থাকলেও অতিরিক্ত চাপে টান দেওয়া থেকে বিরত থাকতে হবে।
৪. রাস্তার অবস্থা বুঝে চালান
বৃষ্টির পানিতে রাস্তার গর্ত কিংবা ফাটল দেখা যায় না, ফলে সেগুলিতে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই যতটা সম্ভব মধ্য দিয়ে না চালিয়ে রাস্তার পরিচিত পাশে গাড়ি চালানো ভালো।
৫. হেডলাইট ও টেললাইট সচল রাখুন
বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যায়। তাই হেডলাইট ও টেললাইট সব সময় অন রাখা উচিত, যাতে সামনের ও পেছনের গাড়ি আপনাকে সহজেই চিনতে পারে।
৬. গতি নিয়ন্ত্রণে রাখুন
বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, ফলে স্বাভাবিকের তুলনায় কম গতিতে গাড়ি চালানোই শ্রেয়। গতি যত কম, ঝুঁকি তত কম।

৭. বৈদ্যুতিক যন্ত্রাংশ রক্ষা করুন
বৃষ্টির পানি মোটরসাইকেলের ইলেকট্রিক পার্টে ঢুকে পড়লে সমস্যা হতে পারে। তাই চেষ্টা করুন ইঞ্জিন ও ব্যাটারির চারপাশে কভার দিয়ে রাখতে।
আরও পড়ুন: ঈদে মোটরসাইকেল নিয়ে ভ্রমণে গেলে করণীয় জানুন
বৃষ্টি উপভোগ্য হলেও, তার মধ্যে মোটরসাইকেল চালানো বিপদজনক হতে পারে। সঠিক সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা মেনে চললে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাই প্রত্যেক মোটরসাইকেল চালকের উচিত নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালানো।
এজেড

