শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের মাইলেজ বাড়ানোর সাতটি সহজ উপায়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

MOTORCYEL TIPS

বর্তমান সময়ে মোটরসাইকেল শুধু বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয় যানবাহন। তবে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ বাইকারই এখন মাইলেজ নিয়ে চিন্তিত। অনেকেই অভিযোগ করেন, বাইকের মাইলেজ ধীরে ধীরে কমে যাচ্ছে। অথচ সঠিক ব্যবহার ও কিছু সহজ কৌশল মেনে চললে মাইলেজ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

চলুন দেখে নিই, কীভাবে মাত্র সাতটি অভ্যাস বদলিয়ে আপনি আপনার বাইকের জ্বালানি খরচ কমিয়ে, মাইলেজ বাড়াতে পারেন।


বিজ্ঞাপন


১. ধীরে ও নিয়মিত গতি বজায় রাখুন

বাইক চালানোর সময় অতিরিক্ত গতি, বারবার থামা-চলা বা হঠাৎ ব্রেক করলে ইঞ্জিনের ওপর চাপ পড়ে এবং জ্বালানি খরচ বাড়ে। ৪০-৫০ কিমি/ঘণ্টা গতিতে ধীরে চালালে ইঞ্জিন স্থিরভাবে চলে এবং মাইলেজ বাড়ে।

tips

২. গিয়ার পরিবর্তন ঠিক সময়ে করুন

অনেকেই দেরিতে গিয়ার পরিবর্তন করেন, এতে ইঞ্জিন বেশি তেল খরচ করে। সঠিক স্পিডে সঠিক গিয়ার ব্যবহার করলে বাইকের ইঞ্জিন কম পরিশ্রম করে এবং ফুয়েল সাশ্রয় হয়।

৩. টায়ারে বাতাস ঠিক রাখুন

টায়ারে বাতাস কম হলে বাইক চালাতে বেশি শক্তি লাগে, ফলে তেল বেশি লাগে। সপ্তাহে একবার অন্তত চেক করুন নির্ধারিত পিএসআই অনুযায়ী বাতাস আছে কি না।

tips2

৪. ইঞ্জিন অয়েল নিয়মিত পরিবর্তন করুন

পুরোনো বা দূষিত ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ঘর্ষণ বাড়ায়, ফলে জ্বালানি খরচও বাড়ে। প্রতি ১,৫০০–২,০০০ কিমি চালানোর পর ইঞ্জিন অয়েল বদলে ফেলার অভ্যাস রাখুন।

আরও পড়ুন: মোটরসাইকেলের ইঞ্জিন ওয়েল কতদিন পরপর বদলাবেন?

৫. অপ্রয়োজনীয় স্টার্ট-স্টপ এড়িয়ে চলুন

ট্রাফিক সিগনালে ৩০ সেকেন্ডের বেশি থামতে হলে ইঞ্জিন বন্ধ রাখুন। অনেকেই ছোট বিরতিতে ইঞ্জিন চালু রেখে দেন, যা অপ্রয়োজনীয় ফুয়েল খরচ করে।

৬. সঠিক গ্রেডের ফুয়েল ব্যবহার করুন

কমদামি বা নিম্নমানের ফুয়েল ইঞ্জিনে কার্বন জমায় এবং মাইলেজ কমায়। নির্দিষ্ট মানসম্পন্ন কোম্পানির ফুয়েল ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

MILAGE

৭. নিয়মিত সার্ভিসিং করান

বাইকের এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, চেইন, ক্লাচ ইত্যাদি সময়মতো পরিষ্কার বা পরিবর্তন না করলে মাইলেজ কমে যায়। তাই প্রতি ২–৩ মাস অন্তর সার্ভিসিং করান।

একটি বাস্তব চিত্র

একজন বাইকার যদি এই অভ্যাসগুলো মেনে চলেন, তাহলে গড়ে প্রতি লিটার ফুয়েলে ৮–১০ কিমি পর্যন্ত মাইলেজ বাড়তে পারে। অর্থাৎ মাসে গড়ে ৫০০–১০০০ টাকা পর্যন্ত তেলের খরচ কমানো সম্ভব।

মাইলেজ বাড়াতে কোনো যাদুর প্রয়োজন নেই। প্রয়োজন শুধু সচেতনতা আর নিয়মিত যত্ন। বাইক যেমন আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি আপনি যদি তার যত্ন নেন, তবেই সে আপনাকে সাশ্রয়ী সেবা দিতে পারবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর