মোটরসাইকেল একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পরিবহন। এর দীর্ঘস্থায়ী কার্যকারিতা ও সৌন্দর্য রক্ষা করার জন্য নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। মোটরসাইকেল ধুলাবালি, কাদা, বৃষ্টির পানি ও দূষণের কারণে দ্রুত ময়লা হয়ে যেতে পারে। এ কারণে নির্দিষ্ট সময় পরপর ওয়াশ করাটা প্রয়োজন।
ওয়াশ করার সময়সূচি:
সাধারণ পরিবেশে ব্যবহৃত মোটরসাইকেল:
প্রতি ১-২ সপ্তাহে একবার ওয়াশ করা উচিত।
আরও পড়ুন: মোটরসাইকেলের এয়ার ফিল্টার কতদিন পরপর পরিষ্কার করবেন?
যদি বাইক প্রতিদিন ব্যবহৃত হয়, তবে প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করাই উত্তম।
বিজ্ঞাপন
বৃষ্টির মৌসুম বা কাদামাটির রাস্তা:
কাদা ও ময়লা জমে গেলে বাইকের রঙ ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ সময় প্রতি ৩-৪ দিন অন্তর হালকা ওয়াশ করা প্রয়োজন।

দীর্ঘ সময় ব্যবহার না করলে:
মোটরসাইকেল দীর্ঘ সময় গ্যারেজে থাকলেও ধুলাবালি পড়ে।
অন্তত প্রতি দুই সপ্তাহে একবার হালকা পরিষ্কার করা উচিত।
ওয়াশ করার সময় সতর্কতা:
ইঞ্জিন বা ইলেকট্রিক অংশে সরাসরি পানি না দেওয়া।
হাই-প্রেশার ওয়াশার ব্যবহার করলে সাবধানে করতে হবে।

ওয়াশের পর বাইক ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং চেইনে লুব্রিকেশন ব্যবহার করতে হবে।
নিয়মিত ওয়াশ করলে মোটরসাইকেলের বাহ্যিক সৌন্দর্য বজায় থাকে এবং যন্ত্রাংশ দীর্ঘদিন ভালো থাকে। ব্যবহার অনুযায়ী উপযুক্ত সময় বেছে নিয়ে নিয়মিত পরিষ্কার করাই মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
এজেড

