দেশে দিন দিন মোটরসাইকেলের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি দুর্ঘটনার সংখ্যাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, অদক্ষতা, অসচেতনতা এবং নিয়ম না মেনে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটছে। একজন দক্ষ মোটরসাইকেল চালক হয়ে ওঠা শুধু নিজের নয়, সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। চলুন জেনে নিই, দক্ষ মোটরসাইকেল চালক হতে হলে কী কী বিষয় মনে রাখতে হবে।
১. চালনার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ
দক্ষতা অর্জনের প্রথম ধাপ হলো সঠিক প্রশিক্ষণ গ্রহণ। ট্রাফিক আইনের মৌলিক বিষয়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ কৌশল, ব্রেকিং সিস্টেম ইত্যাদি বিষয়ে দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ জরুরি।
২. ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা
সড়ক পরিবহন আইন, সিগন্যাল, লেন, ওভারটেকিংয়ের নিয়মসহ প্রয়োজনীয় ট্রাফিক নির্দেশনা সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা একজন চালকের অপরিহার্য দায়িত্ব।

বিজ্ঞাপন
৩. নিরবচ্ছিন্ন চর্চা
চালনা দক্ষতা শুধু তত্ত্বে নয়, নিয়মিত চর্চায় বিকশিত হয়। খোলা, নিরাপদ জায়গায় নিয়মিত মোটরসাইকেল চালানোর চর্চা চালিয়ে যেতে হবে।
৪. নিজের এবং মোটরসাইকেলের নিরাপত্তা নিশ্চিত করা
নিরাপদ চালনার জন্য হেলমেট, গ্লাভস, সুরক্ষিত পোশাক, সঠিক জুতা পরিধান করা আবশ্যক। পাশাপাশি মোটরসাইকেলের টায়ার, ব্রেক, লাইট, সাইড মিরর নিয়মিত পরীক্ষা করা উচিত।
আরও পড়ুন: মোটরসাইকেলের ইকোনমি গতি কত?
৫. গতির উপর নিয়ন্ত্রণ রাখা
দক্ষ চালক কখনোই অহেতুক দ্রুত গতি পছন্দ করেন না। সড়কের অবস্থা, আবহাওয়া ও যানবাহনের চাপ বুঝে সর্বোচ্চ নিরাপদ গতিতে চালানো উচিত।

৬. ধৈর্যশীলতা ও সতর্কতা অবলম্বন
সড়কে ধৈর্য্য ও সতর্কতা বজায় রাখা দক্ষ চালকের প্রধান বৈশিষ্ট্য। হুটহাট ওভারটেকিং, বেপরোয়া গতি বা মোবাইল ফোন ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকা দরকার।
৭. ফার্স্ট এইড জ্ঞান রাখা
দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা প্রদান জানলে বিপদে নিজে বা অন্যদের সহযোগিতা করা সহজ হয়।
একজন দক্ষ মোটরসাইকেল চালক শুধুমাত্র নিজের জন্যই নয়, সমগ্র সমাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারেন। তাই চালকদের শুধু গতি নয়, সচেতনতা, আইন মেনে চলা এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমেই দক্ষ হয়ে ওঠা জরুরি।
এজেড

