শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই স্কুটারের দাম কমল ৪০ হাজার, এখনকার দাম কত?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৫, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

electric scooter

ভারতের জনপ্রিয় অটোমোবাইল পরিষেবা কোম্পানি ওলা ইলেকট্রিক তাদের প্রায় সকল মডেলে ছাড় ঘোষণা করেছে। গত মাসে ওলার বৈদ্যুতিক স্কুটারের বিক্রি ব্যাপক হারে কমে গিয়েছিল। তাই গ্রাহক আকর্ষণ করতে বড় ছাড়ের সুযোগ দিয়েছে। সমস্ত মডেলে এক ধাক্কায় ৪০ হাজার রুপির ছাড় দেওয়া হচ্ছে।

সবথেকে আকর্ষণীয় বিষয় হল এই ছাড়ের সঙ্গে একটি ব্যাটারি ওয়ার‍্যান্টির এক্সটেনশনও দেওয়া হবে।


বিজ্ঞাপন


সম্প্রতি বাজারে ওলা ইলেকট্রিক দুইটি নতুন ভ্যারিয়ান্ট চালু করেছে, দুইটি নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে ওলা এস ওয়ান প্রো মডেলও বাজারে এনেছে এই ভারতীয় কোম্পানি।

ola

এই স্কুটারটিতে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে, ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। এস ওয়ান প্রো দাবি করে যে তাদের ব্যাটারি প্যাকে ২৪২ কিমির রেঞ্জ পাওয়া যাবে। ওলা এস ওয়ান প্রো-র প্রাথমিক মূল্য ১ লাখ ১৪ হাজার ৯৯৯ রুপি।

ওলা এস ওয়ান প্রো প্লাস বাজারে ৪ কিলোওয়াট ও ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক বিকল্পসহ এসেছে। এর ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ২৪২ কিমি রেঞ্জ পাবেন এবং ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ৩২০ কিমির রেঞ্জ পাবেন। এই মডেলের সর্বোচ্চ গতি ১৪১ কিমি প্রতি ঘণ্টায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ব্রেক ধরার সময় কেন ক্লাচ চাপতে নেই জানেন?

ওলা এস ওয়ান এক্স বাজারে এসেছে তিনটি ব্যাটারি প্যাকের বিকল্প নিয়ে। এই বৈদ্যুতিক স্কুটারে বাজারে ২,৩ ও ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক পাওয়া যাবে। ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ১০৮ কিমি, ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ১৭৬ কিমি এবং ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ২৪২ কিমি রেঞ্জ দেবে। ওলা এস ওয়ান এক্সের দাম শুরু হচ্ছে ৭৯ হাজার ৯৯৯ রুপি থেকে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর