মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

ডিজিটাল ডিসপ্লে এবং আপডেটেড ফিচারে এলো হোন্ডা ডিও ১২৫

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

honda dio 125 2025 edition

ডিজিটাল ডিসপ্লে এবং আপটেডেড ফিচারে বাজারে এলো ২০২৫ হোন্ডা ডিও ১২৫। স্মার্ট ডিসপ্লের পাশাপাশি রয়েছে এই নতুন স্কুটারে রয়েছে এইচ-স্মার্ট ফিচার।

২০২৫ ভার্সনের হোন্ডা ডিও ১২৫ মডেলের স্কুটারের ডিজাইনে খানিকটা পরিবর্তন আনা হয়েছে। তবে বড় পরিবর্তনটা ইঞ্জিনে। ইঞ্জিন আগের চেয়েও বেশি রিফাইন এবং শক্তিশালী। 


বিজ্ঞাপন


২০২৫ এডিশনের হোন্ডা ডিও ১২৫ মডেলটি ভারতে দুইটি ভ্য়ারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ দুইটি মডেলে রয়েছে ডিএলএক্স এবং এইচ স্মার্ট ফিচার। আপডেটেড ফিচারে লঞ্চ করা মডেল দুইটির দাম থেকে বেশি ৷ বেস ভ্যারিয়েন্ট ডিএলএক্স এর দাম শুরু হচ্ছে ৯৬ হাজার ৭৪৯ রুপি (এক্স-শোরুম), যা আগের মডেলের থেকে ৮৭৯৮ রুপি বেশি।

আরও পড়ুন: মোটরসাইকেল পুরনো হলে মাইলেজ কমে কেন? বাড়ানোর উপায় জানুন

এইচ-স্মার্ট ভ্যারিয়েন্টের দাম ১.০২ লাখ রুপি। ২০২৫ হোন্ডা ডিও ১২৫ মডেলটি পাঁচটি রঙের ভ্যারিয়েন্টে ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, পার্ল স্পোর্টস ইয়েলো, পার্ল ইগনিস ব্ল্যাক এবং ইম্পেরিয়াল রেড-এ পাওয়া যাচ্ছে।

honda


বিজ্ঞাপন


এই স্কুটারটির প্রধান আকর্ষণ হলো এতে ওবিডি২বি ইঞ্জিন রয়েছে । এই মডেলগুলোর গ্রাফিক্সেও কিছুটা পরিবর্তন করা হয়েছে । টপ-স্পেক এইচ-স্মার্ট ভ্যারিয়েন্টটিতে নতুন ৪.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে । এছাড়াও রয়েছে ব্লুটুথ সংযোগ, হোন্ডা রোডসিঙ্ক অ্যাপ সংযোগ, ট্রিপ ক্লক, সাইড স্ট্যান্ড, স্মার্ট কী এবং ব্যাটারি নোটিফিকেশন, ইকো নোটিফিকেশন এবং ইন্ডিকেটর রয়েছে ।

ইঞ্জিনের দিক থেকে নতুন হোন্ডা ডিও ১২৫ আগের মতোই রয়েছে। তবে ইঞ্জিন রিফাইন করা হয়েছে। এতে আছে ১২৩.৯২ সিসির, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেকশন। তবে এই ইঞ্জিনটি ওবিডি২বি। যা ৮.১৯ বিএইচপি পাওয়ার এবং ১০.৫  এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটিকে একটি অ্যাডভান্সড আইডল  স্টার্ট-স্টপ সিস্টেম রয়েছে । ফলে, ফুয়েল ইকোনমির সুবিধা পাবেন গ্রাহকরা।

আগের মতোই স্কুটারটিতে টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে ৷ লক মোড ফিচারে একটি ৫-ইন-১ ফাংশন (লক হ্যান্ডেল, ইগনিশন অফ, ফুয়েল লিড খোলা, সিট খোলা এবং ইগনিশন) যোগ করা হয়েছে ৷ রিমোট কী দিয়ে সমস্ত ফাংশন অপারেট করা যাবে ৷

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর