শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাইকের গতি কমে যাওয়ার এই কারণ জানেন না অনেকেই

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

motorcycle chain

মোটরসাইকেলের ইঞ্জিনের ক্ষমতা নানা কারণে কমে যেতে পারে। এর পেছনে বাইকার্স অনেকটাই দায়ী। কেননা, দিনের পর দিন বাইক চালাচ্ছেন কিন্তু, তাতে থাকা যন্ত্রের খেয়াল রাখছেন না। এর ফলে কমে যায় গতি। পারফরম্যান্সও আগের মতো থাকে না। তাই নির্দিষ্ট সময় অন্তর বাইকের চেইন পরিষ্কার এবং লুব্রিকেট করা ভীষণ জরুরি। এই টিপস মেনে চললে বাইকের চেইন পরিষ্কার এবং মসৃণ রাখতে পারবেন।

বাইকের চেইন পরিষ্কার করার টিপস


বিজ্ঞাপন


মোটরসাইকেলের চেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু, অবহেলা করেন অনেকেই। এমনও হয়, সার্ভিস সেন্টারে দিয়ে এসেছেন তারাও এড়িয়ে গিয়েছে। বাইকের চেইন সময়ের সঙ্গে পরিষ্কার ও লুব্রিকেট না হলে তা গতি কমিয়ে দেয়। বাইকের পারফরম্যান্স আর আগের মতো থাকে না।

প্রতি ৫০০ কিলোমিটার অন্তর চেইন লুব্রিকেট এবং তার যত্ন নেওয়া জরুরি। বাইক চালানোর সময় প্রচুর ধুলা-ময়লা চেইনে জমে যায়। সময়ের সঙ্গে লোহাতে মরিচা ধরতে শুরু করে। তাই রাস্ট-ফ্রি বাইক চালানোর জন্য কী কী টিপস মেনে চলা উচিত জেনে নিন।

chain

সেন্টার স্ট্যান্ডে মোটরসাইকেল পার্ক করুন


বিজ্ঞাপন


পরিষ্কার এবং সমতল জায়গায় সেন্টার স্ট্যান্ডে মোটরসাইকেল পার্ক করার অভ্যাস তৈরি করুন। এক্ষেত্রে প্যাডেল স্ট্যান্ডও কিনতে পারেন। সাইড স্ট্যান্ড করার বদলে সেন্টার স্ট্যান্ড চেইন আরও ভালো ভাবে নড়াচড়া করতে পারে।

চেইন পরিষ্কার

চুম্বকের মতো নোংরা, ধুলা-বালি এসে লেগে যায় চেইনে। আর তা যদি অবহেলা করেন, তাহলে বাইক দীর্ঘদিন চালাতে পারবেন না। কিছু কিছু কমিউটার মোটরসাইকেলে চেইন কভার থাকলেও, বহু স্পোর্টস বাইকে তা থাকে না। স্টাইলিশ লুকিংয়ের জন্য তা উন্মুক্ত রাখা হয়।
এই কারণে বাইকের চেইন পরিষ্কার করা জরুরি। সেন্টার স্ট্যান্ডে রাখার পর বাইকের চেইন ভালো ভাবে পরিষ্কার করুন। চেষ্টা করুন পানির উচ্চ চাপে সেটি পরিষ্কার করার। কারণ এর ফলে জমে থাকা ময়লা দ্রুত উঠে যাবে।

আরও পড়ুন: মোটরসাইকেল পুরনো হলে মাইলেজ কমে কেন? বাড়ানোর উপায় জানুন

চেইন লুব্রিকেশন

অনলাইন/অফলাইন দু জায়গাতেই পাওয়া যায় ডব্লিউডি ৪০ মাল্টি স্প্রে লিকুইড। যা বেশ কার্যকর। চেইনে এই লিকুইড স্প্রে করতে করতে সেটা ঘোরাতে থাকুন। যাতে সম্পূর্ণ চেইন লুব্রিকেট হতে পারে। কারণ এতে থাকা মেটাল শক্ত হয়ে গেলে সেটি বাইকের পারফরম্যান্স কমিয়ে দেয়। লুব্রিকেট করার পর সেটি টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।

চেইনে তেল লুব্রিকেট

লুব্রিকেশনের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ চেইনে পর্যাপ্ত তেল লাগানো। চেইনের প্রতিটা কোণায় পর্যন্ত তেল লাগিয়ে লুব্রিকেট করুন। তবে অতিরিক্ত তেল দেবেন না এবং লুব্রিকেট করার সময় টায়ার ও অন্যান্য পার্টস কভার করে তেল দেওয়া উচিত।

অতএব, প্রতি ৫০০ কিলোমিটার অন্তর চেইন পরিষ্কার করা, ডব্লিউডি ৪০ স্প্রে করা এবং তেল দিয়ে লুব্রিকেট করা উচিত। তবে ৫০০ কিলোমিটার কোনও থাম্ব রুল নয়, প্রয়োজন বুঝে বাইকের ভালোর জন্য এই যত্ন নিতেই পারেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর