প্রিমিয়াম হ্যাচব্যাক সেকশনে জনপ্রিয় গাড়ি টাটা অ্যালট্রোজ ফেসলিফট ভার্সনে আসছে। ইতিমধ্যে এই ফেসলিফট ভার্সনের পরীক্ষা চালাচ্ছে টাটা। ২০১৯ সালে লঞ্চ হওয়ার পর থেকে অ্যালট্রোজে তেমন বড় কোনো আপডেট আসেনি। এবার ভারতীয় এই কোম্পানি গাড়িটির বহুল প্রতীক্ষিত ফেসলিফট ভার্সন বাজারে আনার পরিকল্পনা করছে। যদিও টাটা মোটরস আনুষ্ঠানিকভাবে লঞ্চের সময়সীমা ঘোষণা করেনি। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের শেষের দিকে গাড়িটি বাজারে আসতে পারে।
টাটা অ্যালট্রোজ ফেসলিফটের ডিজাইনে কী পরিবর্তন
বিজ্ঞাপন
নতুন টাটা অ্যালট্রোজ ফেসলিফটে বেশ কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ডিজাইন পরিবর্তনের দেখা মিলবে। গাড়িটির সামনের অংশে নতুন ডিজাইনের বাম্পার, পরিবর্তিত এলইডি হেডল্যাম্প এবং নতুন স্টাইলের অ্যালয় হুইল থাকতে পারে। তবে গাড়ির সাইড প্রোফাইল বর্তমান মডেলের মতোই রাখা হতে পারে। পেছনের দিকেও কিছু পরিবর্তন থাকবে, যার মধ্যে নতুন এলইডি টেলল্যাম্প ডিজাইন বিশেষভাবে নজর কাড়বে।
ইন্টিরিয়রে আপডেট কেমন হবে
গাড়ির কেবিনেও বেশ কিছু আধুনিক আপডেট আনার পরিকল্পনা করছে টাটা। নতুন অ্যালট্রোজে ১২.৩-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকতে পারে, যা ইতিমধ্যে হ্যারিয়ার ও সাফারি মডেলগুলোতে দেখা যাচ্ছে। এছাড়াও, নতুন আপহোলস্ট্রি যুক্ত হতে পারে, যা গাড়ির প্রিমিয়াম লুক আরও উন্নত করবে। তবে, ড্যাশবোর্ড ও কেবিনের সামগ্রিক ডিজাইন আগের মতোই থাকতে পারে।
বিজ্ঞাপন
ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন টাটা অ্যালট্রোজ ফেসলিফট-এ বর্তমান মডেলের মতোই ইঞ্জিন ও ট্রান্সমিশন অপশন রাখা হতে পারে। অর্থাৎ, এটি মূলত একটি কসমেটিক আপগ্রেড হতে চলেছে, যেখানে ইঞ্জিন পারফরম্যান্সে পরিবর্তন আনার সম্ভাবনা কম।
এজেড