রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

2025 KTM 390 Duke

মোটরসাইকেলে ক্রুজ কন্ট্রোল ফিচার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

কেটিএম তাদের জনপ্রিয় নেকেড স্পোর্টস বাইক ৩৯০ ডিউক-এর নতুন ২০২৫ সংস্করণ নিয়ে আসতে চলেছে। সম্প্রতি ২০২৫ কেটিএম ৩৯০ ডিউকে ভারতের এক ডিলারশিপ ইয়ার্ডে দেখা গেছে। যা এই আপডেটেড মডেলের কিছু নতুন পরিবর্তনের ইঙ্গিত দেয়। নতুন এই মডেলটিতে নতুন রঙের স্কিম ও আধুনিক ফিচার সংযোজন করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ক্রুজ কন্ট্রোল সিস্টেম।

এই নতুন সংস্করণে সংযোজিত ক্রুজ কন্ট্রোল ফিচারটি কেটিএম-এর জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক ৩৯০ অ্যাডভেঞ্চার থেকে ধার করা হয়েছে। কেটিএম চায় এই অত্যাধুনিক ফিচারটিকে ভারতে আরও বেশি বাইকের জন্য সহজলভ্য করতে। নতুন ক্রুজ কন্ট্রোল সিস্টেমের জন্য একই সুইচ গিয়ার ব্যবহার করা হয়েছে, যা ৩৯০ অ্যাডভেঞ্চার মডেলে দেখা গিয়েছিল। এটি রাইডারদের সাধারণ গতি নিয়ন্ত্রণের চেয়ে আরও আরামদায়ক ও নিরাপদ অভিজ্ঞতা দেবে।


বিজ্ঞাপন


কেটিএম ৩৯০ ডিউকের নতুন সংস্করণে একটি নতুন ও আকর্ষণীয় গান মেটাল গ্রে রঙের স্কিম যোগ করা হয়েছে। নতুন এই রঙের মধ্যে ফ্রন্ট ফেন্ডার, ফুয়েল ট্যাঙ্ক ও রিয়ার সাবফ্রেমে ম্যাট গ্রে ফিনিশ রয়েছে, যা বাইকটিকে আগের চেয়ে আরও স্টাইলিশ ও আগ্রাসী লুক দিয়েছে। এছাড়া ট্যাংক এক্সটেনশন ও হেডল্যাম্প ন্যাসেলে মেটালিক ব্ল্যাক ফিনিশ ব্যবহার করা হয়েছে, যা বাইকটিকে আরও স্পোর্টি চেহারা দিয়েছে।

ktm

ইঞ্জিন ও পারফরম্যান্স অপরিবর্তিত

যদিও বাইকের ডিজাইন ও ফিচারে আপডেট এসেছে, তবে ইঞ্জিন ও মেকানিক্যাল স্পেসিফিকেশন অপরিবর্তিত রয়েছে। নতুন ২০২৫ কেটিএম ৩৯০ ডিউকে আগের মতোই ৩৯৯ সিসির, এলসি৪সি লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ৪৫.৩ বিএইচপি শক্তি এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং এতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে। ফলে, আগের মতোই শক্তিশালী ও আগ্রাসী পারফরম্যান্স দিতে পারবে এই বাইকটি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিএমডব্লিউ বিলাসবহুল ম্যাক্সি স্কুটার আনল

কেটিএম এখনও ২০২৫ ৩৯০ ডিউকের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ও মূল্য প্রকাশ করেনি। তবে, মনে করা হচ্ছে নতুন আপডেটের কারণে বর্তমান মডেলের তুলনায় কিছুটা দাম বৃদ্ধি পেতে পারে। 

যারা একটি আধুনিক, শক্তিশালী ও ফিচার-সমৃদ্ধ স্পোর্টস নেকেড বাইক খুঁজছেন, তাদের জন্য ২০২৫ কেটিএম ৩৯০ ডিউক একটি দুর্দান্ত পছন্দ হতে চলেছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর