মোটরসাইকেল কেনার আগে বেশিরভাগ মানুষের প্রশ্ন মাইলেজ কত দেবে? জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে মাইলেজ নিয়ে সবারই চিন্তা।
দাম যেন কম হয় আর মাইলেজ যেন বেশি পাওয়া যায়। এগুলোই নতুন বাইক কেনার মাথায় আসে। বিশেষ করে যাদের প্রতিদিন বাইক নিয়ে বের হতে হয়। সেটা অফিসের কাজে হোক কিংবা অন্য কোনও দরকারে।
বিজ্ঞাপন
আসলে মাইলেজ বেশি হলে পেট্রোল খরচ কম হয়। অনেক টাকা বাঁচে। এখানে সেরকমই কিছু ‘এক্সট্রা মাইলেজ’ বাইকের খবর দেওয়া হল। চালক তার পছন্দ মতো বেছে নিতে পারেন। আর হ্যাঁ, এগুলো দামেও সস্তা।
হিরো স্প্লেন্ডর প্লাস
সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকা করতে বসলে সবার আগে যে নামটা মাথায় আসবে সেটা হল হিরো স্প্লেন্ডর প্লাস। কোম্পানির দাবি, এই মডেল এক লিটার তেলে ৭০ থেকে ৮০.৬ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে।
বিজ্ঞাপন
বাজাজ প্লাটিনা ১০০
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাজাজ প্লাটিনা ১০০ মডেল। বাজাজের এই মডেল লিটার প্রতি ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। দামেও বেশ সস্তা।
আরও পড়ুন: হোন্ডা ১৬০ সিসির নতুন মোটরসাইকেল আনছে
টিভিএস রেডিয়ন
সর্বাধিক মাইলেজ দেওয়া বাইকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টিভিএস রেডিয়ন। কোম্পানির দাবি, এই বাইক হাইওয়েতে লিটার প্রতি ৭৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
ইয়ামাহা রে জেডআর ১২৫
এটা বাইক নয় স্কুটি। কিন্তু মাইলেজ অসাধারণ। বাইকের সঙ্গে পাল্লা দেবে। এটি একটি হাইব্রিড স্কুটার। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এক লিটারে ৭১.৩৩ কিলোমিটার পাড়ি দিতে পারে।
বাজাজ সিটি ১১০ এক্স
বাজাজের প্ল্যাটিনা তো আছেই, কিন্তু সিটি ১১০ এক্স-ও কম যায় না। কোম্পানির দাবি, লিটার প্রতি ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এই বাইক।
এজেড