বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

হোন্ডা ১৬০ সিসির নতুন মোটরসাইকেল আনছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ এএম

শেয়ার করুন:

loading/img

জাপানি হোন্ডা বাজারে শিগগিরই ১৬০ সিসির নতুন মোটরসাইকেল আনছে। যার মডেল হোন্ডা সিজে ১৬০। এই বাইকের ডিজাইন পেটেন্ট ফাঁস হয়েছে। হোন্ডার ফাঁস হওয়া নতুন বাইক বর্তমানে কেবলমাত্র আন্তর্জাতিক বাজারে উপলব্ধ। বিশেষ করে ব্রাজিলে এটি এটি অত্যন্ত জনপ্রিয়। এবারে সম্ভবত ভারতের বাজারে আনা হচ্ছে বাইকটি। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

হোন্ডা সিজি ১৬০ ব্রাজিলের বাজারে অন্যতম সেরা বিক্রিত মোটরসাইকেলগুলোর মধ্যে একটি। এটি বিভিন্ন নামে পাওয়া যায় এই মডেলটি। 


বিজ্ঞাপন


honda

এই বাইকটি মূলত একটি সাধারণ কমিউটার বাইক যার সিঙ্গেল-পিস সিট, টিউবুলার হ্যান্ডেলবার এবং স্লিম ডিজাইন রয়েছে। সাদামাটা ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি ব্রাজিলের বাজারে বেশ জনপ্রিয়।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাইক এগুলো

হোন্ডার এই বাইকে ১৬০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন উপস্থিত। যা ১৪.৫ বিএইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে ৫-স্পিড গিয়ারবক্স সংযুক্ত রয়েছে, যা এটি একটি নির্ভরযোগ্য ও মসৃণ রাইডিং অভিজ্ঞতা প্রদান করে। এর হার্ডওয়্যার বেশ সহজ, যাতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস এবং ডুয়েল রিয়ার শক বর্তমান।


বিজ্ঞাপন


honda2

ব্রেকিং সিস্টেমেও সিজি ১৬০ যথেষ্ট উন্নত। এটি ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেকের সঙ্গে সিঙ্গেল-চ্যানেল এবিএস সাপোর্ট করে, যা রাইডারদের জন্য আরও নিরাপদ ব্রেকিং নিশ্চিত করে। এছাড়া, এই বাইকে এলইডি হেডলাইট, বাল্ব-টাইপ টার্ন ইন্ডিকেটর এবং সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে, যা আধুনিক কমিউটার বাইক হিসেবে এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর