বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিএফ মটো নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ এএম

শেয়ার করুন:

cf moto

চীনের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান সিএফ মটো নতুন বাইক নিয়ে বাজারে শিগগিরই হাজির হচ্ছে। যা অ্যাডভেঞ্চার সেগমেন্টের। মডেল ৪৫০এমটি।

ইউরোপের বাজারে এই মোটরসাইকেল ইতিমধ্যেই রয়েল এনফিল্ড হিমালয়ানের মতো জনপ্রিয় বাইকের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে।


বিজ্ঞাপন


f

এই বাইকে থাকবে ৪৪৯.৫ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন, ২২০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, অ্যাডজাস্টেবল কেওয়াইবি সাসপেনশন, ট্রাকশন কন্ট্রোল, টিউবলেস ওয়্যার-স্পোক হুইলস এবং আরও অনেক আধুনিক ফিচার। 

আরও পড়ুন: ডুকাতি আনল নতুন সুপারবাইক, পাবেন ১১০০ সিসির ইঞ্জিন

৪৫০এমটি ছাড়াও, সিএফ মোটো নতুন ৬৭৫সিসি রেঞ্জের বাইক আনার পরিকল্পনা করছে, যার মধ্যে অন্যতম ৬৭৫ এসআর-আর। এই স্পোর্টস বাইকটি উচ্চক্ষমতাসম্পন্ন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মূল্যে বাজারে আসতে পারে। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর