বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

ডুকাতি আনল নতুন সুপারবাইক, পাবেন ১১০০ সিসির ইঞ্জিন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

সুপারবাইকপ্রেমীদের জন্য দারুন খবর। ইতালির বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ডুকাতি নতুন সুপার বাইক ভারতে আনছে। যার মডেল ডুকাতি পেনিগেল ফোরভি। 

ডুকাতি পেনিগেল ফোরভি বিশ্ববাজারে উন্মোচনের পর অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে। সুপারবাইক-প্রেমীদের জন্য এটি যে একটি দারুণ খবর, তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা, ৫ মার্চ থেকে এটি ভারতের বিভিন্ন শোরুমে উপলব্ধ হবে। 


বিজ্ঞাপন


নতুন পেনিগেল ফোরভি পূর্ববর্তী মডেলের শক্তিশালী বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। আবার এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। 

ducati

নতুন পেনিগেল ফোরভির ডিজাইন আরও শার্প ও আগ্রাসী করা হয়েছে। এলইডি হেডলাইটের আকৃতি, ফেয়ারিংয়ের এজ, এবং উঁচু টেল সেকশন নতুন ডিজাইনের অন্যতম আকর্ষণ। এছাড়াও, বাইকটির বড় উইংলেট আরও বেশি ডাউনফোর্স তৈরি করবে যা এর অ্যাগ্রেসিভ লুককে আরও উন্নত করেছে।

ডুকাতি পেনিগেলের শক্তিশালী ইঞ্জিন ও অত্যাধুনিক হার্ডওয়্যার


বিজ্ঞাপন


ডুকাতি পেনিগেল ফোরভির এস ভ্যারিয়েন্টে সামনে ওলিন্স এনপিএক্স ৩০ প্রেসারাইজড ফর্ক এবং পেছনে টিটিএক্স৩৬ মোনোশক ব্যবহার করা হয়েছে, যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করে। এটি প্রথম সুপারবাইক যেখানে নতুন ব্রিমবো হাইপিওর ব্রেক ক্যালিপার দেওয়া হচ্ছে। ফলে ব্রেকিং ক্ষমতা দুর্দান্ত হতে চলেছে।

আরও পড়ুন: ট্রায়াম্ফের স্টাইলিশ রেট্রো মোটরসাইকেল কিনবেন?

বাইকটি ১১০৩ সিসি ফোরভি ইঞ্জিন দ্বারা চালিত। যা থেকে ১৩,৫০০ আরপিএম গতিতে ২১৪ বিএইচপি শক্তি এবং ১১,২৫০ আরপিএম গতিতে ১২০.৯ এনএম টর্ক উৎপন্ন হবে। শক্তিশালী ইঞ্জিনটি ছয়-গতির গিয়ারবক্স দ্বারা সংযুক্ত এবং এতে বাই-ডিরেকশনাল কুইকশিফটার রয়েছে। যা দ্রুত ও স্মুথ গিয়ার পরিবর্তন নিশ্চিত করে।

উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনকে সহজে নিয়ন্ত্রণ করার জন্য, ডুকাতি পেনিগেল ফোরভিতে উন্নত ইলেকট্রনিক্স সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে  ফুল, হাই, মিডিয়াম এবং লো-সহ একাধিক পাওয়ার মোড রয়েছে। এছাড়াও, ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল এবং রাইডিং মোড উপস্থিত, যা রাইডারকে চূড়ান্ত পারফরম্যান্স উপভোগ করতে সহায়তা করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub