শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

ট্রায়াম্ফের স্টাইলিশ রেট্রো মোটরসাইকেল কিনবেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

স্টাইলিশ স্পিড টি৪ লঞ্চের কয়েক মাস বাদে মোটরসাইকেলটির নাম ফের সংবাদ শিরোনামে উঠে এল। এবারে এই বাইক চারটি নজরকাড়া রঙের বিকল্পে হাজির করল ট্রায়াম্ফ ইন্ডিয়া। চলুন রেট্রো স্টাইলের মোটরসাইকেলটির নতুন রঙের বিকল্পগুলো জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: এপ্রিলিয়ার জনপ্রিয় স্ট্রিট বাইক ‘শিভার’ নতুন রূপে এলো


বিজ্ঞাপন


ট্রায়াম্ফ স্পিড টি৪-এর রঙের বিকল্পের মধ্যে রয়েছে – ক্যাসপিয়ান ব্লু সহ পার্ল মেটালিক হোয়াইট, লাভা রেড গ্লসসহ পার্ল মেটালিক হোয়াইট, ফ্যানটম ব্ল্যাকসহ পার্ল মেটালিক হোয়াইট এবং ফ্যানটম ব্ল্যাকসহ স্টর্ম গ্রে। এদিকে, ট্রায়াম্ফ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্পিড টি৪-এর পুরনো রঙের সমস্ত বিকল্প সরিয়ে নিয়েছে।

trump

দাম ও ইঞ্জিন স্পেসিফিকেশন

ট্রায়াম্ফ স্পিড টি৪-এর এক্স-শোরুম (দিল্লি) দাম রাখা হয়েছে ২ লাখ রুপি। এটি স্পিড ৪০০-এর প্ল্যাটফর্মে তৈরি হলেও ভেতরের কিছু ফিচারে পরিবর্তন আনা হয়েছে। বাইকটিতে রয়েছে ৩৯৮ সিসি লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৭০০০ আরপিএম গতিতে ৩০.৬ বিএইচরপি শক্তি এবং ৫০০০ আরপিএম গতিতে ৩৬ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে যুক্ত রয়েছে ছয়-গতির গিয়ারবক্স।


বিজ্ঞাপন


ডিজাইন ও ফিচার

টায়াম্ফ স্পিড টি৪-এর ফিচারের প্রসঙ্গে বললে এতে রয়েছে রাউন্ড এলইডি হেডলাইট, সিঙ্গেল সিটের ওপর রিবড কভার, রাউন্ড মিরর, ম্যাট ফিনিশ এক্সহস্ট। বাইকটি স্টিল ট্রেলিস ফ্রেমে তৈরি, যেখানে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেমের জন্য এতে সামনে ও পেছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যা আরও উন্নত নিরাপত্তা নিশ্চিত করে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর