টিভিএসের জনপ্রিয় মোটরসাইকেল রোনিন এলো ২০২৫ ভার্সনে। আপডেট ভার্সনে নতুন রঙ এবং উন্নত ব্রেকিং সিস্টেমসহ বাজারে এসেছে।
ভারতে নতুন সংস্করণের এই মোটরসাইকেলটির দাম ১ লাখ ৩৫ হাজার রুপি।
বিজ্ঞাপন
নতুন মডেলটি আগের তুলনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল নতুন কালার স্কিম এবং উন্নত ব্রেকিং সিস্টেম। প্রথমবার এই মোটরসাইকেলটি গত বছর ভ্যাগাটরে অনুষ্ঠিত মটোসিউল ইভেন্টে আত্মপ্রকাশ করেছিল।
আরও পড়ুন: বাজাজ ১২৫ সিসির নতুন পালসার আনল
টিভিএস রোনিনের সবচেয়ে বড় আপডেট হল ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যা এখন থেকে মিড-ভ্যারিয়েন্ট থেকেই উপলব্ধ। আগে শুধুমাত্র টপ-ভ্যারিয়েন্টে এই উন্নত ব্রেকিং প্রযুক্তি দেওয়া হয়েছিল। তবে বেস ভ্যারিয়েন্টে আগের মতোই সিঙ্গেল-চ্যানেল এবিএস থাকছে। ব্রেকিং পারফরম্যান্স আরও উন্নত করার লক্ষ্যে এই পরিবর্তন করা হয়েছে।
বিজ্ঞাপন
টিভিএস রোনিনের ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন টিভিএস রোনিনে কোনো যান্ত্রিক পরিবর্তন আনা হয়নি। এটি এখনও ২২৫ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করে, যা ৭,৭৫০ আরপিএম-এ ২০ বিএইচপি শক্তি এবং ৩,৭৫০ আরপিএম-এ ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনের সঙ্গে ৫-স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ সংযুক্ত রয়েছে, যা গিয়ার পরিবর্তনকে আরও সহজ করে তোলে।
ফিচার ও প্রযুক্তিগত আপডেট
টিভিএস বরাবরই তাদের মোটরসাইকেলগুলোতে অত্যাধুনিক ফিচার দিয়ে থাকে এবং নতুন রোনিনেও এর ব্যতিক্রম নয়। ২০২৫ টিভিএস রোনিনে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যা ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে। এছাড়াও, এতে এবিএস মোড, গ্লাইড থ্রু ট্রাফিক ফাংশন, অ্যাডজাস্টেবল লিভার, অল-এলইডি লাইটিং, সাইড স্ট্যান্ড কাট-অফ সেন্সর এবং সাইলেন্ট স্টার্টার বর্তমান। জিটিটি প্রযুক্তি ট্রাফিকে চলাচলের সময় ইঞ্জিন স্টল হওয়া থেকে রক্ষা করবে।
নতুন রঙের বিকল্প
২০২৫ এডিশনের রোনিন দুইটি নতুন রঙে লঞ্চ হয়েছে – গ্ল্যাসিয়ার সিলভার এবং চারকোল এম্বার। এর ফলে আগের ডেল্টা ব্লু এবং স্টারগেজ ব্ল্যাক রঙ বাদ দেওয়া হয়েছে। নতুন রঙগুলোর পাশাপাশি অন্যান্য রঙের বিকল্পগুলোও পাওয়া যাবে।
এজেড