বাজাজ ১২৫ সিসির নতুন পালসার আনল। সম্প্রতি বাজারে এসেছে পালসার এনএস১২৫ সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সন। ২০২৫ এডিশনের বাইকে বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে। তবে ইঞ্জিন রয়েছে আগের মতোই।
পূর্বে বাইকটিতে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (সিবিএস) ছিল, তবে এবিএস সংযোজনের ফলে এর নিরাপত্তা আরও উন্নত হয়েছে। বলার অপেক্ষা রাখে না, এই ফিচার আরও বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মোটরসাইকেল সাইড স্ট্যান্ডে রাখলে কি ক্ষতি হয়?
নতুন পালসার এনএস১২৫ মডেলে আগের মতোই ১২৫ সিসি, এয়ার-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা ১১.৮ বিএইচপি শক্তি (৮,৫০০ আরপিএমে) এবং ১১ এনএম টর্ক (৭,০০০ আরপিএমে) উৎপন্ন করে। বাইকটির সঙ্গে পাঁচ-গতির গিয়ারবক্স সংযুক্ত রয়েছে, যা ভালো মাইলেজ ও স্মুথ রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে।
১২৫ সিসির নতুন পালসারের ডিজাইন ও ফিচার
বাইকটির ডিজাইনে বহুমুখী পরিবর্তন আনা হয়নি। এটি পূর্বের মতোই পেশিবহুল বডিওয়ার্ক, এলইডি হেডলাইট, স্প্লিট সিট এবং অ্যাগ্রাসী ডিজাইন বজায় রেখেছে। এছাড়া, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করা হয়েছে, যেখানে স্মার্টফোন কানেক্টিভিটি, কল ও এসএমএস নোটিফিকেশন এবং নেভিগেশন সাপোর্ট পাওয়া যাবে।
বিজ্ঞাপন
ভারতের বাজাজ পালসার এনএস১২৫-এর বাজার মূল্য ১ লাখ ৬ হাজার ৭৩৯ রুপি।
এজেড