শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

হোন্ডা হর্নেট ২.০ আসছে নতুন ভার্সনে 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল হর্নেট ২.০ আসছে আপডেটেড সংস্করণে। এই বাইকটি কোম্পানির নেকেড স্ট্রিট বাইক সেগমেন্টের জনপ্রিয় মডেল। এই আপডেটের মাধ্যমে এটি এনএক্স২০০-এর মতো বেশ কিছু নতুন ফিচার পাবে।

আরও পড়ুন: হোন্ডা শাইন ১২৫ এলো নতুন এডিশনে


বিজ্ঞাপন


হোন্ডা হর্নেট ২.০ মডেলে এনএক্স২০০-এর মতোই নতুন কালার টিএফটি ড্যাশবোর্ড দেওয়া হবে, যা এনএক্স৫০০-এর ডিজাইনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই টিএফটি স্ক্রিনটি হোন্ডা রোডসিঙ্ক স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করবে, যার ফলে রাইডাররা মোবাইল নোটিফিকেশন, কল ও মেসেজ অ্যালার্ট পেতে পারবেন।

honda

হর্নেট ২.০ মডেলে আরও ট্রাকশন কন্ট্রোল ও ডুয়াল-চ্যানেল এবিএস থাকবে, যেখানে আগের মডেলে শুধুমাত্র সিঙ্গেল-চ্যানেল এবিএস ছিল। এছাড়া হেডলাইট ডিজাইনেও কিছু পরিবর্তন আনা হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের নতুন গ্রাফিক্স এনএক্স৫০০-এর মতো দেখতে হবে। নতুন মডেলের ইঞ্জিনও ওবিডি২বি কমপ্লায়েন্ট করা হয়েছে, যা পরিবেশবান্ধব নির্গমন মান বজায় রাখতে সাহায্য করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন