মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোন্ডা হর্নেট ২.০ আসছে নতুন ভার্সনে 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

হোন্ডা হর্নেট ২.০ আসছে নতুন ভার্সনে 

হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল হর্নেট ২.০ আসছে আপডেটেড সংস্করণে। এই বাইকটি কোম্পানির নেকেড স্ট্রিট বাইক সেগমেন্টের জনপ্রিয় মডেল। এই আপডেটের মাধ্যমে এটি এনএক্স২০০-এর মতো বেশ কিছু নতুন ফিচার পাবে।

আরও পড়ুন: হোন্ডা শাইন ১২৫ এলো নতুন এডিশনে


বিজ্ঞাপন


হোন্ডা হর্নেট ২.০ মডেলে এনএক্স২০০-এর মতোই নতুন কালার টিএফটি ড্যাশবোর্ড দেওয়া হবে, যা এনএক্স৫০০-এর ডিজাইনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই টিএফটি স্ক্রিনটি হোন্ডা রোডসিঙ্ক স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করবে, যার ফলে রাইডাররা মোবাইল নোটিফিকেশন, কল ও মেসেজ অ্যালার্ট পেতে পারবেন।

honda

হর্নেট ২.০ মডেলে আরও ট্রাকশন কন্ট্রোল ও ডুয়াল-চ্যানেল এবিএস থাকবে, যেখানে আগের মডেলে শুধুমাত্র সিঙ্গেল-চ্যানেল এবিএস ছিল। এছাড়া হেডলাইট ডিজাইনেও কিছু পরিবর্তন আনা হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের নতুন গ্রাফিক্স এনএক্স৫০০-এর মতো দেখতে হবে। নতুন মডেলের ইঞ্জিনও ওবিডি২বি কমপ্লায়েন্ট করা হয়েছে, যা পরিবেশবান্ধব নির্গমন মান বজায় রাখতে সাহায্য করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর