হোন্ডা তাদের জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল শাইন ১২৫ নতুন এডিশনে বাজারে আনল। ২০২৫ এডিশনের শাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যা বাইকপ্রেমীদের আকৃষ্ট করবে।
২০২৫ সালের মডেলে ডিজাইন থেকে শুরু করে প্রযুক্তিগত কিছু আপডেট দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীদের আরও আধুনিক অভিজ্ঞতা দেবে। চলুন বাইকটির প্রসঙ্গে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিজ্ঞাপন
নতুন শাইন ১২৫ বাইকের ডিজাইনের দিক থেকে আগের মতোই রাখা হয়েছে। বাইকটির স্টাইলিং এখনও কমিউটার সেগমেন্টের সাধারণ লুক বজায় রেখেছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক। তবে এই আপডেটেড মডেলে হোন্ডা মোট ছয়টি নতুন রঙের অপশন নিয়ে এসেছে – পার্ল ইগনিয়াস ব্ল্যাক, জেনি গ্রে নেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, রেবেল রেড মেটালিক, ডিসেন্ট ব্লু মেটালিক এবং পার্ল সিরেন ব্লু।

২০২৫ সালের শাইন ১২৫-এ সবচেয়ে বড় পরিবর্তন হল সম্পূর্ণ ডিজিটাল কনসোল। নতুন এই ডিজিটাল ডিসপ্লেতে স্পিডোমিটার, ডিস্ট্যান্স টু এম্পটি (ডিটিই) এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। এটি হোন্ডার জনপ্রিয় কমিউটার বাইক শাইন ১২৫-এ যুক্ত হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট।
হোন্ডা শাইন ১২৫ মোটরসাইকেলের ইঞ্জিন ও পারফরম্যান্স
বিজ্ঞাপন
নতুন হোন্ডা শাইন ১২৫ মডেলে ১২৩.৯৪ সিসি ওবিডি২ নির্গমনবিধি পালনকারী সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা থেকে সর্বেচ্চ ১০.৬৩ বিএইচপি শক্তি এবং ১১ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনটি পাঁচ-গতির গিয়ারবক্স যুক্ত, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে।
আরও পড়ুন: হোন্ডা ২০০ সিসির অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল
সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে ডুয়াল স্প্রিং শক অ্যাবসর্ভার ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে, ফ্রন্ট ব্রেক দুই ধরনের অপশনে পাওয়া যাবে – ড্রাম ও ডিস্ক, তবে পেছনে ড্রাম ব্রেক-ই থাকছে।
হোন্ডা শাইন ১২৫ মডেলের দাম
নতুন শাইন ১২৫ বাইকের দাম ভারতে শুরু হয়েছে ৮৪ হাজার ৪৯৩ রুপি থেকে। ডিস্ক ও ড্রাম ব্রেক ভার্সনে বাইকটি পাওয়া যাবে।
এজেড

