জাপানি হোন্ডা আন্তর্জাতিক বাজারে ২০০ সিসির নতুন মোটরসাইকেল আনল। যার মডেল হোন্ডা এনএক্স ২০০। এই অ্যাডভেঞ্চার স্টাইল মোটরসাইকেলের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ভারতে ১ লাখ ৬৮ হাজার রুপি।
হোন্ডা এনএক্স মূলত সিবি২০০ এক্স মডেলের নতুন ব্র্যান্ডেড ভার্সন, যা কয়েক বছর ধরে বাজারে উপলব্ধ ছিল।
বিজ্ঞাপন
হোন্ডার এনএক্স সিরিজ বর্তমানে ভারতের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে। এই কারণে কোম্পানি সিবি ২০০ এক্সX বাইকটির নতুন নাম এনএক্স ২০০রেখেছে। যাতে এই সিরিজের ব্র্যান্ড ভ্যালু আরও বাড়ানো যায়। ভারতের বাজারে এখন উক্ত সিরিজে এনএক্স৫০০ এবং এনএক্স ২০০ উপলব্ধ থাকবে।

নতুন ডিজাইন ও আধুনিক ফিচার
এনএক্স ২০০-এর ডিজাইনে সামান্য পরিবর্তন করা হয়েছে, তবে বাইকের সামগ্রিক চেহারা সিবি ২০০ এক্স-এর মতোই রাখা হয়েছে। এই নতুন মডেলে দুটি বড় আপগ্রেড সংযোজন করা হয়েছে – ডুয়াল-চ্যানেল এবিএস ও টিএফটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। নতুন ডিসপ্লেতে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, যা রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হোন্ডা এক্সব্লেড এলো এফআই এবিএস ভার্সনে
ইঞ্জিন ও পারফরম্যান্স
এনএক্স ২০০ মডেলে আগের মতোই ১৮৪ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, তবে এখন এটি ওবিডি২বি কমপ্লায়েন্ট। ইঞ্জিনের পারফরম্যান্স প্রায় একই থাকছে, যদিও হোন্ডা এখনো আনুষ্ঠানিকভাবে ফুয়েল এফিশিয়েন্সির তথ্য প্রকাশ করেনি।
এই বাইক তিনটি নতুন রঙে বাজারে আসবে। ইতোমধ্যে বুকিং শুরু হয়ে গেছে, এবং ডেলিভারি মার্চ মাস থেকে শুরু হবে।
এজেড

