জাপানি অটোমাবাইল নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি নতুন মডেল আনল। সম্প্রতি বাজারে এসেছে সুজুকি ভি-স্ট্রম এসএক্সের ২০২৫ ভার্সন। এটি একটি অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক।
সুজুকির নতুন বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স
বিজ্ঞাপন
ভি-স্ট্রম এসএক্স একটি ২৫০ সিসি অয়েল-কুলড ইঞ্জিন দ্বারা চালিত, যেখানে সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই মোটরটি ২৬ বিএইচপি শক্তি এবং ২২.২ এনএম পিক টর্ক উৎপন্ন করে, যা ৬-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে সংযুক্ত। মাত্র ১৬৭ কেজি ওজনের এই মোটরসাইকেলটি বিভিন্ন ধরনের রাস্তা, যেমন পাকা রাস্তা এবং অফ-রোড ট্রেইল পার করতে সক্ষম।
এমনকি তুষারপূর্ণ ও সাবজিরো (হিমাঙ্কের নিচে) আবহাওয়াতেও এটি ভালোভাবে চলতে পারে। বাইকটিতে আপরাইট রাইডিং পজিশন ও ডুয়েল-পারপাস সেমি-ব্লক প্যাটার্ন টায়ার দেওয়া হয়েছে, যা অফ-রোড এবং অন-রোড রাইডিংয়ের জন্য উপযুক্ত।
আরও পড়ুন: ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলের নয়া রেকর্ড
বিজ্ঞাপন
ভারতে সুজুকি ভি-স্ট্রম এসএক্সের এক্স-শোরুম মূল্য ২.১৬ লাখ রুপি। তবে, বিভিন্ন শহরে এই দাম কিছুটা ভিন্ন হতে পারে। নতুন অফারের ফলে এটি আরও সাশ্রয়ী দামে কেনা সম্ভব হবে। বাইকটি ভারতে এক নতুন রেকর্ড স্থাপন করেছে। সংস্থা তাদের জনপ্রিয় বাইকগুলোর নতুন আপডেট ঘোষণা করেছে।
২০২৫ মডেল ইয়ার-এর জন্য ওবিডি ২বি ইমিশন নর্মস অনুযায়ী নতুন আপডেটেড মডেলগুলো বাজারে আনা হয়েছে।
এজেড