শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারুতি সুজুকি আনছে নতুন ইলেকট্রিক এসইউভি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

মারুতি সুজুকি আনছে নতুন ইলেকট্রিক এসইউভি

বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি মারুতি সুজুকি ই ভিটারা নিয়ে আসতে চলেছে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত অটো এক্সপো ২০২৫-এ প্রকাশিত হয়েছে এই ইলেকট্রিক এসইউভির ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন। ভারতের ইলেকট্রিক যাত্রীবাহী গাড়ির বাজারে টাটা মোটরসের আধিপত্য কমাতে মারুতি সুজুকি এই মডেলের উপর বড় বাজি ধরেছে। শিগগিরই লঞ্চ হতে চলা এই গাড়ির জন্য ইতিমধ্যেই দেশের কিছু নির্বাচিত শহরে অফলাইন বুকিং শুরু হয়েছে।

মারুতি সুজুকি ই ভিটারা তিনটি ভেরিয়েন্টে আসছে। এগুলো হলো- ডেল্টা, জেটা ও আলফা। এতে দুটি ভিন্ন ব্যাটারি প্যাক অপশন থাকবে – ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার। এই দুইটি ব্যাটারি প্যাকই একবার চার্জে ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গাড়িটি ৭ কিলোওয়াট এসি চার্জিং এবং ৭০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যার ফলে দ্রুত চার্জিং সুবিধা পাওয়া যাবে। একটি বিশেষ বৈশিষ্ট্য হল, প্রত্যেক ভেরিয়েন্ট শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যাটারি প্যাকের সঙ্গে আসবে। অর্থাৎ, ক্রেতারা কোনও ভেরিয়েন্টের জন্য ব্যাটারি প্যাক বেছে নেওয়ার সুযোগ পাবেন না।


বিজ্ঞাপন


suv

আরও পড়ুন: হোন্ডা বিশেষ সংস্করণের গাড়ি আনল, কিনতে পারবেন অল্প কয়েকজন

মারুতি সুজুকি ই ভাটারার বেস ভ্যারিয়েন্ট হল ডেল্টা, যা শুধুমাত্র ৪৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকসহ আসবে। এতে সামনের অক্ষে স্থাপিত ইলেকট্রিক মোটর থাকবে, যা ১৪২ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ১৯২.২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটির নির্দিষ্ট রেঞ্জ এখনও প্রকাশ করা না হলেও, ফুল চার্জে এটি ৫০০ কিলোমিটার পথ চলবে বলে আশা করা হচ্ছে।

জেটা (Zeta) ভেরিয়েন্ট


বিজ্ঞাপন


মাঝারি স্তরের এই ভ্যারিয়েন্ট শুধুমাত্র ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ উপলব্ধ থাকবে। এতে থাকা ইলেকট্রিক মোটর ১৭১ বিএইচপি সর্বোচ্চ শক্তি উৎপন্ন করবে, তবে টর্ক থাকবে ১৯২.৫ এনএম। এই ভ্যারিয়েন্টেও ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়া যাবে।

inner

আলফা (Alpha) ভেরিয়েন্ট

ই ভিটারার শীর্ষস্থানীয় ভ্যারিয়েন্ট হল আলফা। যা ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ আসবে। এর শক্তি ও টর্কের আউটপুট জেটা ট্রিমের মতোই হবে। এই ভ্যারিয়েন্টেও ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ পাওয়া যাবে।

প্রসঙ্গত, ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে  মারুতি সুজুকি ই ভাটারা বড়সড় পরিবর্তন আনতে পারে। বর্তমানে টাটা মোটরস ইভি সেগমেন্টে আধিপত্য বজায় রাখলেও, মারুতি সুজুকির এই প্রথম ইলেকট্রিক এসইউভি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। শক্তিশালী ব্যাটারি, উন্নত চার্জিং সাপোর্ট ও প্রতিযোগিতামূলক মূল্যের মধ্যে এই মডেল বাজারে সাড়া ফেলবে বলে আশাবাদী সংস্থা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর