শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হোন্ডা বিশেষ সংস্করণের গাড়ি আনল, কিনতে পারবেন অল্প কয়েকজন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

honda car

হোন্ডা বিশেষ সংস্করণের গাড়ি আনল, যা কিনতে পারবেন অল্প কয়েকজনজাপানি হোন্ডা বিশেষ সংস্করণের গাড়ি আনল। সম্প্রতি বাজারে এসেছে হোন্ডা সিটি অ্যাপেক্স এডিশন ভারতের বাজারে এলো। এই স্পেশাল এডিশনের গাড়ি অল্প সংখ্যক তৈরি করা হয়েছে। ফলে সবাই কিনতে পারবেন না। অল্প কিছু ক্রেতার ভাগ্যেই জুটবে এই গাড়ি। 

হোন্ডা কার ইন্ডিয়া তাদের জনপ্রিয় সেডান হোন্ডা সিটি-র এই স্পেশাল মডেলটি লিমিটেড এডিশনে এনেছে। এই বিশেষ সংস্করণের দাম ভারতে ১৩.৩০ লাখ  রুপি থেকে শুরু করে টপ-স্পেকের (ভি এক্স ট্রিম) মূল্য ১৫.৬২ লাখ রুপি (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৩ চাকার অটো আনল টিভিএস, পাবেন গাড়ির সুবিধা

নতুন অ্যাপেক্স এডিশনটি সাধারণ সিটি মডেলের থেকে ২৫ হাজার রুপি বেশি। কারণ এতে রয়েছে কিছু সূক্ষ্ম আপগ্রেড ও একটি বিশেষ অ্যাক্সেসরিজ প্যাকেজ।

হোন্ডার বিশেষ সংস্করণের গাড়িতে কী আছে?

সিটি অ্যাপেক্স এডিশন পূর্ববর্তী এলিভেট অ্যাপেক্স এডিশনের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে। এই লিমিটেড এডিশনটির বাহ্যিক দিক থেকে ‘অ্যাপেক্স এডিশন’ ব্যাজিং ও এম্ব্লেম ফ্রন্ট ফেন্ডার ও বুট লিডে স্পষ্টভাবে দেখা যায়। অভ্যন্তরীণ সাজসজ্জায় রয়েছে বিশেষ অ্যাপেক্স ব্র্যান্ডিংসহ বেইজ রঙের নতুন সিট কাভার, প্রিমিয়াম লেদারেট ইনস্ট্রুমেন্ট প্যানেল ও দরজার প্যাডিং, এক্সক্লুসিভ অ্যাপেক্স এডিশন কুশন ও আরও নানা উন্নত ফিচার। এছাড়া, এডিশনে রয়েছে সাতটি রঙের আলো যা গাড়িটির আভিজাত্য বৃদ্ধিতে সহায়ক।


বিজ্ঞাপন


car

হোন্ডা সিটি অ্যাপেক্স এডিশনের মেকানিক্যাল দিক থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। এটি পরিচিত ১.৫ লিটার আই-ভিটেক পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত, যা ১১৯ বিএইচপি শক্তি ও ১৪৫ এনএম পিক টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ৬ স্পিড ম্যানুয়াল এবং ৭ স্টেপ সিভিটি অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই সেডানটি ম্যানুয়াল গিয়ারবক্সে ১৭.৮ কিমি প্রতি লিটার এবং অটোমেটিক ট্রান্সমিশনে ১৮.৪ কিমি প্রতি লিটার মাইলেজ প্রদান করে, যা এআরএআই সার্টিফাইড।

হোন্ডা সিটি অ্যাপেক্স এডিশনে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম ( এডিএএস), ছয়টি এয়ারব্যাগ, লেন ওয়াচ ক্যামেরা, এবং ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে যা অ্যাপল কার প্লে এবং অ্যানড্রয়েড অটো কানেক্টিভিটি সমর্থন করে। এছাড়া, এই সেডানের বুট ক্যাপাসিটি ৫০৬ লিটার, যা দৈনন্দিন ব্যবহার ও পারিবারিক ভ্রমণের জন্য যথেষ্ট বড় বলা যায়।

গাড়িটির লিমিটেড এডিশন তার উন্নত নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ডিজাইনের মাধ্যমে বাজারে এক নতুন অভিজাত্যের ছোঁয়া নিয়ে এসেছে। যারা তাদের গাড়িতে নতুনত্ব ও বিলাসবহুল বৈশিষ্ট্য খুঁজছেন, তাদের জন্য এই নতুন মডেলটি একটি আকর্ষণীয় পছন্দ হতে পারে।

এজেড

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর