শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যাটারিচালিত গাড়ি

ইলেকট্রিক গাড়ির দাম কমবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

শেয়ার করুন:

car

প্রতিবেশি দেশ ভারতে ইলেকট্রিক গাড়ির দাম কমছে। দেশটির ২০২৫ সালের বাজেটে বৈদ্যুতিক গাড়ির দাম কমার ঘোষণা আসতে পারে। পরিবেশবান্ধব এই গাড়ির ব্যাটারি নির্মাণে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজপদার্থগুলোর ওপর বেসিক কাস্টমস ডিউটি কমানোর ঘোষণা করেছেন ভারতের অর্থমন্ত্রী। এই পদক্ষেপের আওতায় কোবাল্ট পাউডার, লিথিয়াম-আয়ন ব্যাটারি বর্জ্য-স্ক্র্যাপ, সীসা, জিঙ্ক এবং আরও বারোটি গুরুত্বপূর্ণ খনিজপদার্থের ওপর শুল্ক মওকুব করা হবে। 

এছাড়াও, ব্যাটারি উৎপাদনের জন্য অপরিহার্য সরঞ্জামের আমদানির শুল্ক হ্রাসের কথাও জানিয়েছেন কর্তা ব্যক্তিরা। যা ব্যাটারি উৎপাদন খরচ কমিয়ে ইভি গাড়ির দাম হ্রাসে সহায়ক হবে।


বিজ্ঞাপন


ev

এই পদক্ষেপটি ইভি ব্যাটারি উৎপাদন ক্ষেত্রে স্থানীয় গাড়ি উৎপাদনকারীদের জন্য এক বিশাল প্রেরণা হিসাবে কাজ করবে। টাটা মোটরস, ওলা ইলেকট্রিক, লগ৯ ম্যাটেলিয়াস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজসহ আরও অনেক কোম্পানি ভারতে ব্যাটারি ও ব্যাটারি সেল উৎপাদনের কাজে সক্রিয়ভাবে কাজ করছে। স্থানীয় উৎপাদনের ফলে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানির ওপর নির্ভরতা কমবে এবং এভাবে ব্যাটারি নির্মাণের খরচ হ্রাস পেয়ে ইভির দামও আরও সাশ্রয়ী হবে।

আরও পড়ুন: হোন্ডা বিশেষ সংস্করণের গাড়ি আনল, কিনতে পারবেন অল্প কয়েকজন

ভারত সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র দেশটির অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে না, বরং পরিবেশবান্ধব ও স্থায়িত্ববিষয়ক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ইভি গাড়ির দাম কমে গেলে ক্রেতাদের কাছে এগুলো কেনা সহজ হব। ফলে তেলের উপর নির্ভরতা হ্রাস পাবে, টেইলপাইপ নির্গমন কমবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। 


বিজ্ঞাপন


ভারতের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে মোট বিক্রয়ের ৩০ শতাংশ ইভিতে থেকে আসবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর