পৃথিবী জুড়ে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ভারতেও এর চাহিদা তুঙ্গে। দেশটির বাজারে নতুন সংযোজন হল ওলা এস১এক্স এবং এস১এক্স প্লাস। এগুলো সাশ্রয়ী দামের ইলেকট্রিক স্কুটার।
ওলা ইলেকট্রিক দাবি করেছে, এস১এক্স এবং এস১এক্স প্লাস সম্পূর্ণ নতুন ডিজাইনের সঙ্গে এসেছে। স্কুটারের চ্যাসিস নতুনভাবে নকশা করা হয়েছে। যা আগের তুলনায় অনেক হালকা। মোটরকেও আপগ্রেড করা হয়েছে এবং নতুন ব্যাটারি সেল ব্যবহার করা হয়েছে। চেইন ড্রাইভ সিস্টেম যুক্ত করা হয়েছে, যা নির্মাণ খরচ কমাতে সাহায্য করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দ্রুতগতির সুপার ইলেকট্রিক বাইক এলো
এই ই-স্কুটারে মিড-ড্রাইভ মোটর এবং ইন্টিগ্রেটেড এমসিইউ রয়েছে, যা উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে। ব্রেক বাই ওয়্যার প্রযুক্তির সাহায্যে আরও ভালো ব্রেকিং পারফরম্যান্স পাওয়া যাবে। এতে সামনে ডিস্ক ব্রেক রয়েছে এবং সেগমেন্টেড এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা চালকদের জন্য তথ্য দেখার সুবিধা দেবে।
নতুন ওলা এস১এক্স তিনটি ব্যাটারি ভেরিয়েন্টে উপলব্ধ – ২ কিলোওয়াট আওয়ার, ৩ কিলোওয়াট আওয়ার এবং ৪ কিলোওয়াট আওয়ার। এই তিনটি ভ্যারিয়েন্টের দাম ভারতে যথাক্রমে ৮০ হাজার রুপি, ৯০ হাজার রুপি এবং ১ লাখ রুপি। এগুলোর সর্বোচ্চ গতিবেগ যথাক্রমে প্রতি ঘণ্টায় ১০১ কিমি, ১১৩ কিমি এবং ১২৩ কিমি। এদের রেঞ্জ যথাক্রমে ১০৮ কিমি, ১৭৬ কিমি এবং ২৪২ কিমি। সর্বোচ্চ ভ্যারিয়েন্টে ৯.৩ বিএইচপি শক্তি উৎপাদন হয় এবং এটি ০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতি মাত্র ৩ সেকেন্ডে তুলতে সক্ষম।
বিজ্ঞাপন
নতুন ওলা এস১এক্স পাঁচটি রঙে লঞ্চ হয়েছে – হোয়াইট, ব্লু, রেড, সিলভার ও ব্ল্যাক। স্কুটারের সঙ্গে তিন বছরের অথবা ৪০ হাজার কিমি (যেটি আগে হবে) ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। তবে ১৪ হাজার ৯৯৯ রুপি অতিরিক্ত খরচ করলে ব্যাটারির ওয়ারেন্টি ৮ বছর বা ১.২৫ লাখ কিমি (যেটি আগে হবে) পর্যন্ত বাড়ানো যাবে।
ওলা ইলেকট্রিক তাদের নতুন এস১এক্স এবং এস১এক্স প্লাস মডেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের উন্নত ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। উন্নত ব্যাটারি রেঞ্জ, শক্তিশালী মোটর এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে এই স্কুটারগুলো ভারতে ইভি মার্কেটকে আরও শক্তিশালী করবে। যারা একটি বাজেট-ফ্রেন্ডলি এবং দীর্ঘ রেঞ্জের ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।
এজেড