বাজারে এলো সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক বাইক। এই বাইকে এনেছে ভারতের ইলেকট্রিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান আল্ট্রাভায়োলেট। মডেল এফ৭৭ সুপারস্ট্রিট। এই কোম্পানির আগের মডেল মাচ ২-এর তুলনায় এটা অধিক ফিচার নিয়ে বাজারে এসেছে।
আল্ট্রাভায়োলেট এফ৭৭ সুপারস্ট্রিট মোটরসাইকেলটি দেখতে অনেকটা এফ৭৭ মাচ ২-এর মতোই। এতে একই এলইডি হেডলাইট, ধারালো বডি প্যানেল, স্প্লিট সিট সেটআপ এবং হুবহু ডিজাইনের হুইল রয়েছে। তবে এই মডেলে নতুন হ্যান্ডলবারের জন্য রাইডিং পজিশন আরও আপরাইট করা হয়েছে, যা দীর্ঘ রাইডিংয়ের জন্য বেশি আরামদায়ক।
বিজ্ঞাপন
এফ৭৭ সুপারস্ট্রিট মডেলে ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি এবং ৩০ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে। যা একসঙ্গে মিলিতভাবে ৩২৩ কিমি রেঞ্জ দিতে সক্ষম। বৈদ্যুতিক বাইকটির সর্বোচ্চ গতি ১৫৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। শক্তিশালী ব্যাটারি সেটআপের কারণে এটি দীর্ঘ দূরত্বের রাইডের জন্য একটি উপযুক্ত বিকল্প হতে পারে।
আলট্রাভোয়েলেট তাদের নতুন এফ৭৭ সুপারস্ট্রিটে তিন স্তরের ট্রাকশন কন্ট্রোল, ১০ স্তরের রিজেনারেটিভ ব্রেকিং, ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল, এবিএস, হিল হোল্ড ফিচার, স্মার্টফোন কানেক্টিভিটি এবং একটি টিএফটি ডিসপ্লে সংযোজন করেছে।
আরও পড়ুন: নতুন ধরনের ইলেকট্রিক বাইক আসছে
বিজ্ঞাপন
এসব ফিচার রাইডারদের জন্য উন্নত পারফরম্যান্স এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মনোশক সাসপেনশন। যা রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। ব্রেকিং সিস্টেমে সামনে ও পেছনে উভয় পাশে সিঙ্গেল ডিস্ক ব্রেক বর্তমান। নিরাপত্তা এবং কার্যকর ব্রেকিং নিশ্চিত করতে এগুলো ব্যবহৃত হবে। মোটরসাইকেলটি ১৭ ইঞ্চির হুইল সেটআপে লঞ্চ হয়েছে।
আলট্রাভোয়েলেট তাদের এফ৭৭ সুপারস্ট্রিট মোটরসাইকেলকে দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে – স্ট্যান্ডার্ড ও রিকন। গ্রাহকরা এটি টার্বো রেড, আফ্টারবার্নার ইয়েলো, স্টেলার হোয়াইট, এবং কসমিক ব্ল্যাক – এই চারটি আকর্ষণীয় রঙে কিনতে পারবেন।
ভারতে নতুন এই স্ট্রিট ফাইটার ইলেকট্রিক বাইকটির দাম ৩ লাখ রুপি। এই দাম ইন্ট্রোডাক্টরি অফার হিসাবে ঘোষণা করা হয়েছে, যার ফলে ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা প্রবল। এর এই নতুন উন্নত প্রযুক্তি, দীর্ঘ ব্যাটারি রেঞ্জ এবং শক্তিশালী ডিজাইনের সংমিশ্রণে এক নতুন মাত্রা যোগ করেছে।
এজেড