মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হুন্দাই আনল নতুন ইলেকট্রিক কার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

hundai electric car

বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই নতুন ইলেকট্রিক কার আনল। যার মডেল হুন্দাই ক্রিয়েটা ইলেকট্রিক। খুব শিগগিরই এই গাড়ির ডেলিভারি শুরু হবে। ভারতে এই গাড়ির দাম শুরু হয়েছে ১৮ লাখ রুপিতে। এর ডেলিভারি শুরু হলে দাম আরও বাড়বে।

হুন্দাই ক্রিয়েটা ইলেকট্রিক দুইটি আলাদা পারফরম্যান্স ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। লোয়ার-স্পেক মডেলে ১৩৩ বিএইচপি শক্তি উৎপন্ন হবে, যেখানে হাইয়ার-স্পেক মডেলে ১৬৯ বিএইচপি পাওয়ার পাওয়া যাবে। হুন্দাই দাবি করছে, এই ইলেকট্রিক এসইউভি শুধুমাত্র ৭.৯ সেকেন্ডে ০-১০০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে সক্ষম।


বিজ্ঞাপন


car

হুন্দাই ক্রিয়েটা ইলেকট্রিক গাড়ির ফিচার

এই নতুন ক্রিয়েটা ইলেকট্রিকের ডিজাইন স্ট্যান্ডার্ড ক্রিয়েটার অনুরূপ হলেও এতে বেশ কিছু নতুন আপগ্রেড করা হয়েছে। গাড়িটির ড্যাশবোর্ডে লেদারেট ফিনিশিং এবং ডুয়াল-স্ক্রিন ইনফোটেইনমেন্ট ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে। স্মার্টফোন কানেক্টিভিটির জন্য অ্যাপল কার প্লে এবং অ্যানড্রয়েড অটোরওয়্যারলেস সাপোর্ট থাকবে। হুন্দাই তাদের আয়োনিক ৫ মডেলের মতো ডুয়েল-স্পোক স্টিয়ারিং হুইল ডিজাইন ব্যবহার করেছে এই ক্রিয়েটা ইলেকট্রিকে। 

এছাড়াও এই ইলেকট্রিক এসইউভিতে থাকবে একটি ইলেকট্রিক প্যানোরামিক সানরুফ, নতুন গিয়ার সিলেক্টর, লেভেল ২ এডিএএস প্রযুক্তি, এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরা সিস্টেম, যা ব্লাইন্ড স্পট ডিটেক্ট করতে সাহায্য করবে। হুন্দাই ডিজিটাল কি ফিচার এই গাড়িতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অ্যালকাজার মডেলে প্রথমবার দেখা গিয়েছিল। এছাড়া, ফ্রন্ট বাম্পারে অ্যাক্টিভ এয়ার ফ্ল্যাপ থাকবে, যা এরোডাইনামিক এফিসিয়েন্সি বাড়িয়ে ব্যাটারি রেঞ্জ উন্নত করতে সাহায্য করবে। গাড়িটিতে ভেইকেল টু লোড প্রযুক্তিও থাকবে, যার মাধ্যমে এটি একটি চলমান পাওয়ার সোর্সের মতো ব্যবহার করা যাবে।


বিজ্ঞাপন


hundai-pic

হুন্দাই জানিয়েছে, ক্রিয়েটা ইলেকট্রিক গাড়িতে ৫১.৪ কিলোওয়াট আওয়ারের একটি ব্যাটারি প্যাক থাকবে, যা এআরএআই সার্টিফিকেশন অনুযায়ী ৪৭৩ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। তবে, সাধারণ ব্যবহারে নর্মাল মোডে এটি সম্পূর্ণ চার্জে ৩৯২ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

আরও পড়ুন: নজরকাড়া ডিজাইনে প্রাইভেট কার আনল টাটা, জানুন ফিচার

এছাড়াও একটি ৪২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্ট উপলব্ধ হবে, যা ৩৯০ কিলোমিটার এআরএআই সার্টিফাইড রেঞ্জ প্রদান করবে। ডিসি ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র ৫৮ মিনিটে ১০% থেকে ৮০% পর্যন্ত চার্জ করা যাবে। অন্যদিকে, ১১ কিলোওয়াট স্মার্ট কানেক্টেড ওয়াল বক্স চার্জার ব্যবহার করলে ১০% থেকে ১০০% চার্জ হতে ৪ ঘণ্টা সময় লাগবে। এটি ঘরের এসি চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে, যা গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর