মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নজরকাড়া ডিজাইনে প্রাইভেট কার আনল টাটা, জানুন ফিচার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২৮ এএম

শেয়ার করুন:

car

অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা নজরকাড়া ডিজাইনের নতুন প্রাইভেট কার আনল। যার মডেল আভিনিয়া এক্স। এটি মূলত টাটার কনসেপ্ট কার। যা প্রদর্শন করা হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫-এর আসরে। 

প্রথমবার ২০২২ সালে এই কনসেপ্ট মডেলটি সামনে আনা হয়েছিল এবং ২০২৬ সালে এসে এই আভিনিয়া ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হবে বলে আগেই ঘোষণা করেছিল টাটা মোটরস। এই সিরিজের ইলেকট্রিক গাড়িগুলো জাগুয়ার ল্যান্ড রোভারের ইএমএ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হবে। তবে এবারের আভিনিয়া এক্স কনসেপ্ট  সম্পূর্ণ ভিন্ন ডিজাইনে এসেছে, যা আগের মডেলগুলোর তুলনায় এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে।


বিজ্ঞাপন


inner-tata

নতুন আভিনিয়া এক্স-এর সবচেয়ে বড় পরিবর্তন হল এর ডিজাইন, যা কুপ-স্টাইল ডিজাইন থেকে ক্রসওভার লুকে পরিণত হয়েছে। টাটা তাদের আভিনিয়া সিরিজের জন্য এমন ডিজাইনের পরিবর্তন আনবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিল। গাড়িটির মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উঁচু স্টান্স, বড় আকারের চাকা, রিট্র্যাক্টেবল ডোর হ্যান্ডল, একটানা যুক্ত হেডল্যাম্প ও টেল ল্যাম্প। পিছনের ডিজাইনটি বেশ সংযত রাখা হয়েছে, যেখানে একক টেল ল্যাম্প ও গ্লসি ব্ল্যাক বাম্পার ব্যবহার করা হয়েছে।

গাড়ির অভ্যন্তরীণ ডিজাইন এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে টাটা জানিয়েছে, আভিনিয়া এক্স-এর ইন্টেরিয়র ডিজাইন হবে সম্পূর্ণ পরিবেশ-বান্ধব। অভ্যন্তরে ফ্যাব্রিক মোড়ানো সাউন্ডবার, লুকানো এয়ার ভেন্ট, অ্যারোমা ডিফিউজার এবং লাউঞ্জ-স্টাইলের রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে যা বিলাসবহুল এবং আরামদায়ক পরিবেশ সৃষ্টি করবে। ড্যাশবোর্ডে সংযমী প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা প্রয়োজনীয় তথ্য প্রদান করবে তবে চালকের জন্য বাড়তি বিভ্রান্তি তৈরি করবে না।

inn


বিজ্ঞাপন


গাড়ির বাহ্যিক রঙের স্কিম ‘সমুদ্র’ নামে পরিচিত, যা সমুদ্রের ঢেউয়ের ঝলকানি থেকে অনুপ্রাণিত। গাড়ির পিছনের অংশে টেরাকোটা ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে পরিবেশ-বান্ধব উপকরণের সাহায্যে। 

আরও পড়ুন: পেট্রোলের বদলে ইথানলে চলবে এই গাড়ি, কমবে জ্বালানি খরচ

টাটা আভিনিয়া এক্স-এ ম্যাট্রিক্স এলইডি লাইটিং ব্যবহার করবে, যা আধুনিক ও ফিউচারিস্টিক ডিজাইনের ছোঁয়া এনে দেবে। এছাড়া, দুই-স্পোক স্টিয়ারিং হুইল, ফ্রি-স্ট্যান্ডিং স্ক্রিন, প্যানোরামিক সানরুফ, মাল্টি-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং ওয়্যারলেস ফোন চার্জার এর মতো অত্যাধুনিক ফিচারও পাওয়া যাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর