মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পেট্রোলের বদলে ইথানলে চলবে এই গাড়ি, কমবে জ্বালানি খরচ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

car

জ্বালানি সাশ্রয়ী গাড়ি আনল ভারতের টাটা কোম্পানি। প্রতিষ্ঠানটি সম্প্রতি ইথানল চালিত টাটা পাঞ্চ ফ্লেক্স ফুয়েল কার এনেছে। এটা একটি স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি।

সম্প্রতি টাটা মোটরস ভারতে অনুষ্ঠিত অটো এক্সপো ২০২৫-এর আসরে নতুন প্রজন্মের এই গাড়ি ‍প্রদর্শন করে। 


বিজ্ঞাপন


শতভাগ ইথানলে চালিত এই গাড়ি পরিবেশবান্ধব। নতুন এই মডেলে বাহ্যিক কোনো পরিবর্তন দেখা না গেলেও, সংস্থা ইঞ্জিনে বেশ কিছু বদল এনেছে। বলা বাহুল্য এর ফলে এটি ইথানল জ্বালানিতে চলতে উপযুক্ত হয়েছে।

car3

এই ফ্লেক্স ফুয়েল মডেলটিতে আগের মতোই ১.২ লিটার, তিন-সিলিন্ডার যুক্ত ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। তবে ইথানল-ব্লেন্ডেড জ্বালানির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ইঞ্জিনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: সৌর বিদ্যুৎ চালিত গাড়ি এলো, দাম মাত্র ৩ লাখ


বিজ্ঞাপন


টাটা বেশ কিছু প্রযুক্তিগত ও যান্ত্রিক পরিবর্তন এনেছে, যাতে টাটা পাঞ্চ ফ্লেক্স ফুয়েল ভিন্ন ইথানল ব্লেন্ডের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য রেখে চলতে পারে। এতে একটি স্মার্ট সফটওয়্যার এবং উন্নত ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। যা যাত্রার সময়ই জ্বালানির ইথানল মাত্রা অনুযায়ী সামঞ্জস্য করতে পারে।

tata

এছাড়াও ফুয়েল ইনজেকশন সিস্টেম গরম রাখার প্রযুক্তি এবং হাই-ফ্লো ইনজেক্টর দেওয়া হয়েছে, যা ঠান্ডা আবহাওয়াতেও গাড়ির ইঞ্জিন সহজে চালু হতে সাহায্য করবে। টাটা মোটরস স্মার্ট ইথানল পার্সেন্টেজ ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করেছে। ফলে বিভিন্ন ইথানল মিশ্রণের মধ্যে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারে।

সাম্প্রতিক নির্গমন বিধি মানতে এই মডেলে উন্নত এক্সহস্ট আফটার ট্রিটমেন্ট সিস্টেম যুক্ত করা হয়েছে। যা নিষ্কাসিত গ্যাসের দূষণ কমাতে সাহায্য করবে।

ভারতে বিকল্প জ্বালানি ভিত্তিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখেই ফ্লেক্স ফুয়েল প্রযুক্তি চালু করেছে। এটি পরিবেশবান্ধব জ্বালানির প্রচার এবং বিদেশি তেল আমদানির নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর