শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ মডেলের উৎপাদন বন্ধ করল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড তাদের একটি মডেলের উৎপাদন বন্ধ করল। যার মডেল স্ক্র্যাম ৪১১। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকেও মোটরসাইকেলটির নাম সহ যাবতীয় তথ্য মুছে ফেলা হয়েছে। যা থেকে এটা স্পষ্ট যে এটি আর বিক্রি করা হবে না। স্ক্র্যাম ৪১১-এর পরিবর্তে রয়েল এনফিল্ড সম্প্রতি নতুন স্ক্র্যাম ৪৪০ বাজারে এনেছে। 

আরও পড়ুন: রয়েল এনফিল্ড নতুন মোটরসাইকেল আনল, দাম ২ লাখ


বিজ্ঞাপন


রয়েল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ মূলত হিমালয়ান ৪১১ মডেলের ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছিল। এতে একই ইঞ্জিন ও চ্যাসিস ব্যবহার করা হয়েছিল। তবে ছোট হুইল, কম ওজন ও কম বডি ওয়ার্ক থাকায় এটি তুলনামূলকভাবে আরও সহজ ও শহরের রাস্তায় চালানোর জন্য উপযোগী ছিল। স্ক্র্যাম্বলার স্টাইলের কারণে এটি কিছুটা অফ-রোডিংয়ের অভিজ্ঞতাও দিত।

scam

স্ক্র্যাম ৪১১ মডেলে ৪১১ সিসি ইঞ্জিন ছিল। যা ৬৫০০ আরপিএম গতিতে ২৪.৩ বিএইচপি পাওয়ার এবং ৪,২৫০ আরপিএম গতিতে ৩২ এনএম টর্ক উৎপন্ন করত। তবে, এটি পাঁচ-স্পিড গিয়ারবক্স ব্যবহার করত, যা হাইওয়েতে দীর্ঘ রাইডের সময় একটি ষষ্ঠ গিয়ারের অভাব অনুভূত করত।

স্ক্র্যাম ৪৪০: আরও শক্তিশালী ইঞ্জিন ও উন্নত ফিচার


বিজ্ঞাপন


নতুন স্ক্র্যাম ৪৪০ আগের মডেলের তুলনায় অনেক বেশি উন্নত। এতে বড় ইঞ্জিন, বেশি পাওয়ার ও ছয়-স্পিড গিয়ারবক্স রয়েছে, যা দীর্ঘ রাইডে আরও ভালো পারফরম্যান্স দেবে। এই নতুন মডেলে দুই ধরনের হুইল অপশন রয়েছে। স্পোক-হুইল, টিউব-টাইপ টায়ার, অ্যালয় হুইল, টিউবলেস টায়ার। 

scram

ফলে রয়েল এফিল্ডের জন্য পুরনো মডেলটি বন্ধ করে নতুন, আরও উন্নত ও আধুনিক স্ক্র্যাম ৪৪০ বাজারে আনা ছিল বুদ্ধিমান সিদ্ধান্ত। এই পরিবর্তনের মাধ্যমে সংস্থা তার স্ক্র্যাম্বলার সিরিজকে আরও শক্তিশালী ও আধুনিক করল, যা রাইডারদের জন্য আরও উন্নত পারফরম্যান্স ও নতুন অভিজ্ঞতা দেবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর