জাপান ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত গাড়ি মারুতি সুজুকির বিভিন্ন মডেলের দাম বাড়ছে। সম্প্রতি কোম্পানি তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে জানানো হয়, ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে প্রতিষ্ঠানটির সকল মডেলের দাম বাড়বে।
২০২৫ সালে এই প্রথমবার দাম বাড়ানোর উদ্যোগ নিল মারুতি সুজুকি। সমস্ত মডেলেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, গত বছর ডিসেম্বরে সংস্থাটি ঘোষণা করেছিল যে, চার শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হবে। সেই সময় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, বাড়তি ইনপুট খরচ এবং পরিচালন ব্যয়ের কারণে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পেট্রোলের বদলে ইথানলে চলবে এই গাড়ি, কমবে জ্বালানি খরচ
দাম বাড়ানোর হার ভারতে ১৫ শ রুপি থেকে ৩২ হাজার রুপি পর্যন্ত।

মারুতি সুজুকির যেসব মডেলের দাম বাড়বে
বিজ্ঞাপন
দাম বাড়বে প্রায় সকল মডেলের মারুতি সুজুকি গাড়িরই। এর মধ্যে রয়েছে সেলেরিও, ইনভিক্টো, ইনোভা হাইক্রস, সুইফট, লেনেনো, ওয়াগন আর এবং এরগিতা মডেলের।

ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলা এই মূল্যবৃদ্ধি নতুন গাড়ি কেনার পরিকল্পনাকারী গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। যারা মারুতি সুজুকির গাড়ি কিনতে চাচ্ছেন, তারা যদি পুরনো দামে কেনার সুযোগ চান, তাহলে ৩১ জানুয়ারির আগেই বুকিং সম্পন্ন করাটা হবে বুদ্ধিমানের কাজ।
এজেড

