জাপানি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি নিনজা সিরিজে নতুন বাইক আনল। যার মডেল ২০২৫ কাওয়াসাকি নিনজা ৫০০। ভারতে এই বাইকের দাম সোয়া ৫ লাখ রুপি। নয়া মডেলে নতুন রঙের অপশন যোগ করা হয়েছে। যা বাইকের চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই আপডেটের কারণে বাইকটির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে।
আরও পড়ুন: সুজুকি এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে, পাবেন ব্যাক গিয়ার
বিজ্ঞাপন
ইঞ্জিন ও পারফরম্যান্স
নতুন নিনজা ৫০০-তে ৪৫১ সিসি, প্যারালাল-টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৯০০০ আরপিএম-এ ৪৪.৭ বিএইচপি শক্তি এবং ৬০০০ আরপিএম-এ ৪২.৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এটি ছয়-গতির গিয়ারবক্স দ্বারা পরিচালিত, যা স্পোর্টস বাইকের জন্য যথাযথ কর্মক্ষমতা নিশ্চিত করে।

ডিজাইন ও স্টাইলিং
বিজ্ঞাপন
নিনজা ৫০০-এর ডিজাইন নিনজা ৪০০-এর আধুনিক রূপ বলে মনে হয়। বাইকটির সামনের অংশে টুইন এলইডি হেডলাইট, আক্রমণাত্মক ফেয়ারিং ডিজাইন এবং আপসোয়েপ্ট টেইল সেকশন রয়েছে, যা একে একটি সম্পূর্ণ সুপারস্পোর্ট বাইকের রূপ দিয়েছে। কাওয়াসাকি গ্রিন অ্যাকসেন্ট সহ সাইড ফেয়ারিং ডিজাইন আগের অল-ব্ল্যাক মডেলের তুলনায় আরও বেশি আকর্ষণীয় এবং রোড প্রেজেন্স বৃদ্ধি করেছে।

ফিচার ও টেকনোলজি
২০২৫ কাওয়াসাকি নিনজা ৫০০ মডেলে কিছু আধুনিক ফিচার থাকলেও, প্রতিদ্বন্দ্বী বাইকগুলোর তুলনায় এটি কিছুটা পিছিয়ে। এতে নেগেটিভ এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যা ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট করে। এর মাধ্যমে মোবাইল নোটিফিকেশন ও রাইডিং লগ দেখা যায়। অন্যান্য ফিচারের মধ্যে ডুয়েল-চ্যানেল এবিএস এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ রয়েছে, যা উচ্চ গতিতে গিয়ার পরিবর্তনের সময় অতিরিক্ত সুরক্ষা প্রদান করে।
এজেড

