মোটরসাইকেল চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে যায়। চলতি পথে বাইকের ইঞ্জিন বন্ধ হলে বেকায়দায় পড়তে হয়। এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে। টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, অনেক কারণে এই সমস্যা হতে পারে। তবে চিন্তার কিছু। এর সহজ সমাধান রয়েছে।
জ্বালানির ঘাটতি
বিজ্ঞাপন
এটাই সবচেয়ে সাধারণ কারণ। ট্যাংকে ফুয়েল কম থাকলে বাইক চলতে চলতে বারবার বন্ধ হয়ে যেতে পারে। এমনটা ঘটলে তাই সবার আগে ফুয়েল কতটা আছে দেখা উচিত। কম থাকলে ভরে নেওয়াই ভালো।

স্পার্ক প্লাগ
স্পার্ক প্লাগ খারাপ হয়ে গেলে বা নোংরা থাকলে ইঞ্জিনে সঠিকভাবে স্পার্ক তৈরি হয় না। ফলে বাইক বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে স্পার্ক প্লাগ খুলে ভালভাবে পরিস্কার করতে হবে। আর যদি একেবারেই খারাপ হয়ে যায়, তাহলে বদলে ফেলাই ভালো।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিশ্বের প্রথম সিএনজিচালিত স্কুটার আনল টিভিএস
ফুয়েল ফিল্টার
ফুয়েল ফিল্টার বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এতে নোংরা জমলে ইঞ্জিনে ঠিক মতো ফুয়েল পৌঁছতে পারে না। তখন বাইক বারবার বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই ফুয়েল ফিল্টার পরিস্কার করে নিতে হবে। প্রয়োজনে পরিবর্তন করতেও হতে পারে।

ব্যাটারি
ব্যাটারি খারাপ থাকলে ইঞ্জিন স্টার্ট করতে সমস্যা হয়। বাইক চলতে চলতে বারবার বন্ধ হয়ে গেলে ব্যাটারি পরীক্ষা করে দেখা উচিত। সবার আগে ব্যাটারির টার্মিনাল পরিস্কার করতে হবে। তারপর চার্জ দিতে হবে। আর ব্যাটারি খারাপ হয়ে গেলে বদলাতে হবে।
ইঞ্জিন অয়েল
ইঞ্জিন অয়েল খারাপ হলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তখন বারবার বাইক বন্ধ হয়ে যায়। তাই নির্দিষ্ট সময় অন্তর ইঞ্জিন অয়েল পাল্টানোর পরামর্শ দেন টু হুইলার বিশেষজ্ঞরা। বারবার বন্ধ হয়ে গেলে ইঞ্জিন অয়েলের লেভেল দেখতে হবে। কম থাকলে ভর্তি করতে হবে। আর খারাপ থাকলে পাল্টাতে হবে।

অন্যান্য সম্ভাব্য কারণ এবং সমাধান
কার্বুরেটর – কার্বুরেটরে ময়লা জমলে বাইক চলতে চলতে বারবার বন্ধ হয়ে যেতে পারে। পরিস্কার করতে হবে।
ইগনিশন কয়েল – ইগনিশন কয়েল বন্ধ হয়ে গেলেও বাইক বন্ধ হয়ে যেতে পারে। এটাও দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে।
সেন্সর – বাইকে বিভিন্ন সেন্সর থাকে। সেগুলোর একটাও যদি খারাপ হয়, বাইক বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে মেকানিকের কাছে নিয়ে যাওয়াই ভাল।
ওভারহিটিং – ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলেও বাইক বন্ধ হয়ে যায়। সবার আগে ইঞ্জিন ঠান্ডা করতে হবে। তারপর স্টার্ট দিলে ফের বাইক চলতে শুরু করবে।
এজেড

