বিশ্বের প্রথম সিএনজিচালিত স্কুটার বাজারে এলো। এই হাইব্রিড স্কুটার এনেছে টিভিএস। মডেল টিভিএস জুপিটার সিএনজি। ভারত মোবিলিটি এক্সপো ২০২৫ -এর মঞ্চে আত্মপ্রকাশ করেছে এই স্কুটার।
এটি একটি কনসেপ্ট মডেল হলেও বিশ্বের প্রথম সিএনজি চালিত স্কুটার হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করে। টিভিএসের মতে, এই স্কুটারটি পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে, কারণ এটি এক কেজি জ্বালানিতে ৮৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।
বিজ্ঞাপন

টিভিএস সিএনজিচালিত স্কুটারের ফিচার
টিভিএস জুপিটার সিএনজি স্কুটারে ১.৪ কেজির সিএনজি ট্যাংক রাখা হয়েছে ঠিক সেই জায়গায়, যেখানে সাধারণ জুপিটার ১২৫ স্কুটারে আন্ডারসিট বুট স্পেস থাকে। টিভিএস অত্যন্ত সুন্দরভাবে সেটিকে একটি প্লাস্টিক কভার দ্বারা ঢেকে দিয়েছে। সিএনজি ট্যাংকের প্রেশার গেজ ও ফিলার নোজলও সহজেই দৃশ্যমান রাখা হয়েছে।
আরও পড়ুন: হোন্ডার চার্জার বাইকের দাম এত কম?
বিজ্ঞাপন
এছাড়াও, স্কুটারটিতে ফ্লোরবোর্ডের নিচে ২ লিটারের একটি পেট্রোল ট্যাংক রয়েছে, যার ফিলার নোজল রয়েছে সামনের অ্যাপ্রনে। টিভিএস-এর মতে, সিএনজি ও পেট্রোল মিলিয়ে এই স্কুটারটি একবার সম্পূর্ণ রিফুয়েল করলে মোট ২২৬ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

হাইব্রিড স্কুটারটিতে ১২৪.৮ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ৭.১ বিএইচপি শক্তি ও ৯.৪ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার বলে দাবি করেছে সংস্থা। ডিজাইন ও অন্যান্য ফিচারের দিক থেকে এটাকে জুপিটার ১২৫-এর মতোই বলা যায়। অর্থাৎ, আরগোনমিক্স, চাকা, ব্রেক সিস্টেম ও অন্যান্য ডিজাইন উপাদান একই রয়েছে। তবে সিএনজি ট্যাঙ্কের সংযোজন এটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।
টিভিএস জানিয়েছে যে জুপিটার সিএনজি বর্তমানে কনসেপ্ট পর্যায়ে রয়েছে। এর বাজারে আসার কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। তবে এটি বাস্তবায়িত হলে স্কুটার সেগমেন্টে একটি বড় পরিবর্তন আনতে পারে এবং পরিবেশবান্ধব যাতায়াতের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলা যায়।
এজেড

