ইতালিয়ান প্রিমিয়াম বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান এপ্রিলিয়া তাদের নতুন রোডস্টার মডেল টুনো ৪৫৭ ভারতে লঞ্চ করতে চলেছে। ফেব্রুয়ারির ১৭ এবং ১৮ তারিখে এই বাইকের লঞ্চ ইভেন্ট দেশটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সময়েই বাইকটির দাম ঘোষণা করা হবে। লঞ্চের আগে ইতিমধ্যেই বাইকটি নিয়ে উত্তেজনা শুরু হয়েছে, এবং এটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
বিজ্ঞাপন
অ্যাপ্রিলিয়া টুনো ৪৫৭: ইঞ্জিন এবং কর্মক্ষমতা
টুনো ৪৫৭ মডেলটি এর আগের আরএস ৪৫৭ মডেলের একই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। এই বাইকে দেওয়া হয়েছে ৪৫৭ সিসি লিকুইড-কুলড প্যারালেল-টুইন ইঞ্জিন, যা ৪৭ বিএইচপি শক্তি এবং ৪৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি একটি ছয় গিয়ারযুক্ত ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। পাশাপাশি, এতে একটি কুইক-শিফটার সংযোজন করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

ফিচার্স এবং ডিজাইন
বিজ্ঞাপন
টুনো ৪৫৭ মডেলটিতে আধুনিক প্রযুক্তির সমাহার দেখা যাবে। এতে থাকবে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, রাইড মোড, এন্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস), একটি রঙিন টিএফটি ডিসপ্লে ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে এবং এলইডি আলো। সাসপেনশনের জন্য রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মনোশক। ব্রেকিংয়ের জন্য উভয় প্রান্তে সিঙ্গেল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।

বাইকটির চাকা ১৭ ইঞ্চি অ্যালয় দিয়ে তৈরি এবং টায়ার সাইজ ১১০/৭০ সামনের দিকে এবং ১৫০/৬০ পেছনের দিকে। আরএস মডেলের তুলনায় টুনো ৪৫৭-এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। এটি একটি সম্পূর্ণ নগ্ন বাইক, যা একটি সিঙ্গল-পিস হেডলাইট এবং বুমেরাং-আকৃতির এলইডি ডিআরএল নিয়ে আসে। বাইকটির এরগোনমিক্স একটি রোডস্টার বাইকের মতোই।
এজেড

