ইয়ামাহার জনপ্রিয় মোটরসাইকেল এফজেড এস এবং এফজেড এক্স মডেল দুইটিতে নতুন ফিচার আসছে। শিগগিরই এই দুই বাইকের আপডেট মডেল বাজারে আসবে। নতুন ভার্সনের বাইক দুইটিতে অত্যাধুনিক ফিচার থাকছে।
সম্প্রতি ভারতে একটি ডিলার ইভেন্টে এই নতুন মডেলগুলো প্রদর্শন করেছে ইয়ামাহা ইন্ডিয়া। এই ইভেন্ট থেকে প্রাপ্ত ছবিতে নতুন মডেলের পরিবর্তন এবং ফিচার সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
বিজ্ঞাপন
ইয়ামাহা এফজেড এস এবং এফজেড এক্স মডেলগুলোতে শিগগিরই ইয়ামাহার হাইব্রিড টেকনোলজি যুক্ত হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই প্রযুক্তি ইতিমধ্যেই ফেসিনো ১২৫ এবং রে জেডআর ১২৫ স্কুটারগুলোতে ব্যবহৃত হয়েছে। হাইব্রিড সিস্টেমের মাধ্যমে জ্বালানির দক্ষতা বৃদ্ধি পাবে। এতে একটি স্মার্ট মোটর জেনারেটর ( এসএমজি) অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যাটারি চার্জ করে এবং ইঞ্জিনের সঙ্গে সমন্বয় করে টর্ক সামান্য বাড়ায়। এর ফলে দ্রুত গতিবৃদ্ধি সম্ভব হয়। এই প্রযুক্তির সুবিধার মধ্যে রয়েছে ইঞ্জিনের সাইলেন্ট স্টার্টিং অ্যাকশন এবং আইডলিং স্টার্ট-স্টপ ফাংশন।
বিজ্ঞাপন
টিএফটি স্ক্রিন ও নতুন ফিচার
নতুন ইয়ামাহা এফজেড এস এবং ইয়ামাহা এফজেড এক্স-এ পুরনো এলসিডি স্ক্রিনের পরিবর্তে একটি টিএফটি স্ক্রিন যুক্ত হবে। এই স্ক্রিনে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শিত হবে। আবার এটি ব্লুটুথ সংযোগের সুবিধা সহ টার্ন-বাই-টার্ন নেভিগেশনও প্রদান করবে। এছাড়া, উভয় মডেলের জন্য নতুন রঙের বিকল্প অফার করা হবে। এফজেড এস ছয়টি এবং এফজেড এক্স চারটি নতুন রঙের বিকল্প পাওয়া যাবে।
এজেড