হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি২০০এক্স মডেল। এটি একটি প্রিমিয়াম মোটরসাইকেল। সম্প্রতি মডেলটি নতুন ভার্সনে এলো। এই বাইকের নতুন আপডেটে মিললে উন্নত ফিচার।
অনবদ্য পারফরম্যান্স দিতে পারে এই অ্যাডভেঞ্চার বাইক। কেননা, এতে রয়েছে ১৮৪ সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। হোন্ডা হর্নেট ২.০ বাইকের উপর ভিত্তি করে নতুন মডেলটি এনেছে সংস্থা।
বিজ্ঞাপন
এই মোটরসাইকেলকে হোন্ডা হর্নেট ২.০-এর অ্যাডভেঞ্চার ভার্সনও বলা যেতে পারে। দুই বাইকের মধ্যে শুধু সাসপেনশনের পার্থক্য রয়েছে। বাইকের রাইডিং পজিশনও বদলেছে সংস্থা। অন্যান্য যে তফাৎগুলো রয়েছে, সেগুলো হল নতুন ফেয়ারিং, লম্বা উইন্ডস্ক্রিন এবং সম্পূর্ণ অ্যাডভেঞ্চার ডিজাইন।
হোন্ডা সিবি২০০এক্স বাইকে নতুন কী?
বিজ্ঞাপন
হোন্ডা সিবি২০০এক্স মোটরসাইকেলে যে নতুন ফিচার যোগ হয়েছে, তা হল অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। বাইকে নাকেল গার্ড এবং ইন্টিগ্রেটেড ইন্ডিকেটরও পাওয়া যাবে। বাইকে ইঞ্জিন রয়েছে ১৮৪.৪ সিসি এয়ার-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৭ হর্সপাওয়ার এবং ১৫.৯ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে পাবেন ৫ স্পিড গিয়ারবক্স।
আরও পড়ুন: হিরো স্প্লেন্ডর এলো নতুন ভার্সনে
হোন্ডা সিবি২০০এক্স বাইকে যে হার্ডওয়্যারগুলো পাবেন - স্টিল ডায়মন্ড ফ্রেম, সামনে আপসাইড ডাউন (ইউএসডি) ফর্ক এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবেল মনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে চাকার দু প্রান্তেই পাবেন ডিস্ক ব্রেক, সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশন
অ্যাডভেঞ্চার বাইকে আজকাল ফিচার্স অনেকবেশি দেখা যায়। যদিও হোন্ডা সিবি২০০এক্স নতুন মডেল নয়, তবে বাইকে পাবেন ডুয়াল চ্যানেল এবিএস, এলইডি লাইটিং এবং এলসিডি ডিসপ্লে। কিন্তু, বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশন ফিচার পাওয়া যাবে না, যা বর্তমানে অনেক বাইকেই দিতে শুরু করেছে কোম্পানিগুলো।
বাইকের দাম
হোন্ডা সিবি২০০এক্স-এর দাম ভারতে ১ লাখ ৪৬ হাজার রুপি। এই বাইকটি তিনটি রংয়ে পাওয়া যাবে - স্পোর্টস রেড, পার্ল নাইটস্টার ব্ল্যাক এবং ডিসেন্ট ব্লু মেটালিক।
এজেড