শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ঢাকা

হিরো কারিজমা

হিরো ফ্ল্যাগশিপ মোটরসাইকেল আনছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

hero karizma

বাজারে নতুন ফ্ল্যাগশিপ মোটরসাইকেল আনছে হিরো। এটি হবে শক্তিশালী ইঞ্জিনের হায়ার সিসির বাইক। ধারণা করা হচ্ছে কারিজমা সিরিজের নতুন বাইক আনবে ভারতীয় কোম্পানিটি। 

হিরোর আপকামিং এই ফ্ল্যাগশিপ বাইকের নাম হতে পারে হিরো কারিজমা ৪২১। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের পালসার আনছে বাজাজ

পেটেন্ট ছবি দেখে বোঝা যাচ্ছে যে নতুন মোটরসাইকেলটি একটি সেমি-ফেয়ার্ড ডিজাইন নিয়ে আসবে এবং এতে স্পোর্টস ট্যুরার ধরনের এরগোনমিক্স থাকবে। বর্তমানে কারিজমাই হিরোর একমাত্র মোটরসাইকেল যা সেমি-ফেয়ারিং ডিজাইনে উপলব্ধ। এই কারণেই অনুমান যে নতুন মোটরসাইকেলটি কারিজমার বৃহত্তর সংস্করণ হতে চলেছে। পাশাপাশি, এটি সংস্থার নতুন ফ্ল্যাগশিপ মডেল হিসাবেও আত্মপ্রকাশ করবে।

karizman

হিরো কারিজমা ৪২১-এর হ্যান্ডেলবার ফ্ল্যাট এবং এতে একটি মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। সিটটি সিঙ্গেল-পিস এবং পেটেন্ট ইমেজে দেখা যায় যে একটি কাউল রয়েছে, যা ব্র্যান্ডের তরফ থেকে জেনুইন অ্যাক্সেসরিজ হিসাবে অফার করা হবে। বাইকের ফ্রেমটি উন্মুক্ত এবং এতে আপসোয়েপ্ট এগজস্ট রয়েছে, পেছনের অংশটি উঁচু করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এই মোটরসাইকেল রাস্তায় চালানোর অনুমতি নেই

ব্রেকিংয়ের দায়িত্ব সামলাবে সামনের ও পেছনের ডিস্ক ব্রেক এবং এতে ডুয়েল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) উপলব্ধ থাকবে। মোটরসাইকেলটিতে অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছ। ফলে টিউবলেস টায়ার থাকবে এবং স্ট্যান্ডার্ড হিসেবে সমস্ত এলইডি (এলইডি) লাইটিং দেওয়া হবে।

hero-pic

নতুন ইঞ্জিনটি এক্সপালস ৪২১-এর থেকে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এটি একটি ৪২১ সিসি, লিকুইড-কুলড ইঞ্জিন যা প্রায় ৪০ বিএইচপি সর্বাধিক শক্তি এবং ৪৫ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। মোটরসাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্স থাকবে এবং এতে স্লিপার ক্লাচও দেওয়া হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর